জুমবাংলা ডেস্ক : রাজধানীর নতুন বাজারে তাবলিগ জামাতের দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মুসল্লিরা জানান, মাওলানা জুবায়েরপন্থিরা নতুন বাজারের ঢালি বাড়ি মাদরাসায় অবস্থান করছিলেন। এ সময় মাওলানা সাদপন্থিদের একটি দল সেখানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২০ থেকে ২৫ জনকে আটক করা হয়। জুবায়েরপন্থিদের দাবি, সাদপন্থিরা আল মাদ্রাসাতু মুইনুল ইসলাম নামের প্রতিষ্ঠাটি দখল করতে চাচ্ছেন। পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) এলিন চৌধুরী গণমাধ্যমকে জানান, মাদরাসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও…
Author: Saiful Islam
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে মাশকালাই চাষ করে বিদ্যালয়ের সৌন্দর্য্য ও পরিবেশ বিনষ্ট করা হয়েছে। জানা গেছে, গত কুরবানির ঈদ উপলক্ষে বিদ্যালয়ের খেলার মাঠে পশুর হাট বসানো হয়েছিল। যার ফলে খেলার মাঠে পশুর মলমূত্র জমে থাকায় মাঠ ঠিক করার অজুহাতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক সংশ্লিষ্ট শিক্ষা অফিসকে অবগত না করেই উন্মুক্ত নিলামের মাধ্যমে ১২ হাজার টাকায় স্থানীয় আবু তাহের মিঠুকে বিদ্যালয়ের খেলার মাঠ হস্তান্তর করে মাশকলাই চাষের সিদ্ধান্ত নেয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, মাশকালাই চাষ করার ফলে বিদ্যালয়ের সৌন্দর্য ও ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় বিঘ্ন ঘটছে। অপরদিকে বিদ্যালয়ের ভেতরে ভাষা শহীদদের…
জুমবাংলা ডেস্ক : ১৫ বছর বয়সী কিশোরীর সঙ্গে পরিচয় ছিল মো. রাসেলের (২২)। রাসেলের প্রেমের প্রস্তাবে রাজিও হয় ওই কিশোরী। কিছুদিন সম্পর্কের মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব পাঠায় রাসেল। কিশোরীর পরিবারও রাজি হয়ে যায়। কিন্তু পরে যখন জানতে পারে রাসেল একজন বখাটে এবং চুরি, ছিনতাইয়ের সঙ্গে জড়িত তখন বিয়ের প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দেয় কিশোরীর পরিবার। এ অপমানের প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে বখাটে রাসেল। পরিকল্পনা অনুযায়ী পথে ওই কিশোরীকে আটকে ছুরিকাঘাত করে রাসেল। প্রচুর রক্তক্ষরণে মুমূর্ষু কিশোরী পড়ে ছিল রাস্তায়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশ। পুলিশ সদস্যরাই ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে যায়। কিশোরীকে বাঁচাতে যখন রক্তের…
জুমবাংলা ডেস্ক : করোনা মহামারির ছুটিতে সব শিক্ষকের শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) আসা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে। গত সেপ্টেম্বরে মাউশির এক চিঠির পরিপ্রেক্ষিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সব শিক্ষকদের আসতে বাধ্য করে আসছিলো প্রতিষ্ঠানগুলো। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে বাধ্য করায় শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন উইং জানিয়েছে, সব শিক্ষকের স্কুলে আসার প্রয়োজন নেই। চিঠিতে বলা হয়,…
জুমবাংলা ডেস্ক : পাসপোর্টের কাজে ঢাকায় এসে দালালের হাতে চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয় ছাত্রের প্রাণ যাওয়ার দাবি পরিবারের। সোমবার (১২ অক্টোবর) হাতিরঝিলে আজিজুল ইসলাম মেহেদীর লাশ পাওয়া যায়। পুলিশ বলছে, তদন্তেই বেরিয়ে আসবে হত্যার প্রকৃত কারণ। সোমবার ভোরে রাজধানীর হাতিরঝিল থেকে এক তরুণের পলিথিনে মোড়ানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে থাকা কাগজপত্রের ভিত্তিতে পুলিশ খবর দিলে চট্টগ্রাম থেকে এসে লাশ শনাক্ত করেন স্বজনরা। স্বজনরা জানান, চট্টগ্রামের সন্দ্বীপের ছেলে আজিজুল ইসলাম মেহেদী চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির এমএ’র ছাত্র। শনিবার বিকেলে ঢাকায় আসেন তিনি, ওঠেন এক বন্ধুর বাসায়। রোববার ভোরেই বেরিয়ে যান। এরপর থেকেই বন্ধ ছিল মোবাইল ফোন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…
জুমবাংলা ডেস্ক : ফরিদপুর থেকে হারিয়ে যাওয়া মাহিয়া আক্তার পিংকি (১৩) ও বিপ্লব বেপারি (১০) নামের ভাইবোনকে রাজধানীর ভাটারা থেকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্লাস ভাঙার কারণে খালার বকা খেয়ে তারা বাসা ছেড়েছিল বলে মঙ্গলবার সিআইডি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজড ক্রাইমের ডিআইজি আবদুল্লাহ হেল বাকী বলেন, শিশু দুটির মা জর্ডানে কাজ করেন। বাবা-মার মধ্যে সম্পর্ক খারাপ থাকায় তারা খালার বাড়ি থাকত। কিন্তু গ্লাস ভাঙা নিয়ে খালা বকা দেয়ায় তারা দুই ভাইবোন খালার বাসা থেকে ২১ সেপ্টেম্বর মাদ্রাসা যাওয়ার কথা বলে বের হয়। তাদের উদ্দেশ্য ছিল দাদার বাড়ি যাওয়া। কিন্তু পথ…
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ উপলক্ষে জনসচেতনতামূলক সভা ও ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে “মা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না” এই স্লোগানকে সামনে রেখে ১৪ অক্টোবর থেকে ০৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন মৎস্য সংরক্ষণ আইনে এ সময়কালে সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত করণ, ক্রয়বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ বিষয়ক জনসচেতনতামূলক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস.এম. ফেরদৌস। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস.এম.…
জুমবাংলা ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বয়স বিবেচনায় তিনি সিএমএইচে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) পরপরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান করোনা পজিটিভ। তেমন কোন শারীরিক সমস্যা নেই। তবে বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তিনি সিএমএইচ-এ ভর্তি হন। তার আশু রোগ মুক্তির জন্য তিনি দেশবাসীসহ সকলের নিকট দোয়া চেয়েছেন।
স্পোর্টস ডেস্ক : নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভিন্ন ম্যাচে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। রাত ২টায় কঠিন ম্যাচে বলিভিয়ার আতিথ্য নেবে মেসির আর্জেন্টিনা। আর সকাল ছয়টায় পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। সবশেষ ম্যাচে বলিভিয়া ব্রাজিলের কাছে বিদ্ধস্ত হলেও আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নেবে দলটি। যার মূল কারণ, ম্যাচটি হবে বলিভিয়ার রাজধানি লা পাজে। পৃথিবীর উচ্চতম স্টেডিয়াম, সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৮১১ ফুট উচুতে শ্বাস নিতেই কষ্ট হয় অনেকের। তাইতো প্রতিপক্ষের চেয়ে মেসিদের বড় শত্রু আজ উচ্চতা। সেই সাথে অ্যাগুয়েরোর পর ইনজুরির কারণে ছিটকে গেছেন পাওলো দিবালা। তাইতো আক্রমণে মেসির সঙ্গি হবেন লোথারো মার্টিনেজ। নিজদের প্রথম ম্যাচে ঘরের মাঠে ইকুয়েডোরের বিপক্ষে…
আন্তর্জাতিক ডেস্ক : ভারত মোবাইল ফোনের রেডিয়েশন বা ক্ষতিকর রশ্মি নির্গমন প্রতিরোধে নতুন প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছে। দেশটির একটি সরকারি সংস্থার দাবি, তাদের তৈরি বিশেষ ধরনের চিপ ফোনের মধ্যে রেখে দিলেই এ রেডিয়েশন থেকে বাঁচা যাবে। আর সেই চিপ তৈরি হয়েছে গোবর থেকে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার গোবরের তৈরি এই চিপের উদ্বোধন করেছেন রাষ্ট্রীয় কামধেনু আয়োগের বল্লভভাই কাঠিরিয়া৷ ভারতজুড়ে গোবরজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কামধেনু দীপাবলী প্রকল্পের সূচনায় এ চিপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন কাঠিরিয়া। কাঠিরিয়া বলেন, ‘এই রেডিয়েশন চিপ মোবাইলের মধ্যে রেখে দেয়া যায়৷ আমরা দেখেছি, এটি ব্যবহার করলে মোবাইল থেকে ক্ষতিকর রশ্মি নির্গমন অনেক কমে যায়৷…
বিনোদন ডেস্ক : এ মাসের শেষেই বিয়ের পিঁড়িতে বসছেন নেহা কাক্কর। বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে মালা বদল করবেন বলিউডের জনপ্রিয় গায়িকা। আর এ খবর প্রকাশ্যে আসতেই নেহার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। নেহা কাক্কর এবং রোহনপ্রীত সিংয়ের বিয়েতে আদিত্য নারায়ণ হাজির হবেন কি না, তা নিয়ে বেশ শোরগোল শুরু হয়। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে নেহা এবং রোহনপ্রীতের বিয়েতে হাজির হওয়া নিয়ে কথা বলেছেন আদিত্য নারায়ণ। তিনি বলেন, নেহার বিয়ে হচ্ছে দিল্লিতে। মুম্বাই থেকে দিল্লিতে হয়তো তিনি উড়ে যেতে পারবেন না। বর্তমানে তার কাঁধে ক্ষত রয়েছে। ব্যথাও রয়েছে বেশ। ফলে ওই শরীর নিয়ে তিনি হয়তো নেহা কাক্কর এবং রোহনপ্রীত সিংয়ের বিয়েতে হাজির…
বিনোদন ডেস্ক : রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে কাপুর পরিবার! সম্প্রতি এমনই গুঞ্জন শোনা যায় বিভিন্ন মহলে। এমনকি নীতু কাপুরের নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই সেই গুঞ্জনে যেন আরও দিগুণ হয়ে যায়। এবার রণবীর ও আলিয়ার বিয়ের গুঞ্জন নিয়ে এবার প্রকাশ্যে বেরিয়ে এল আসল খবর। কাপুর পরিবারের এক ঘনিষ্ঠের পক্ষ থেকে জানা যায়, চলতি বছরে বিয়ের কোনো পরিকল্পনা নেই রণবীর ও আলিয়ার। আগামী বছরেও কাপুর পরিবারে কোনো বিয়ের পরিকল্পনা নেই। চলতি বছর এপ্রিল মাসে মারা যান ঋষি কাপুর। ফলে এই মুহূর্তে রণবীর কাপুর কিংবা আলিয়া ভাট, কারও কোনো বিয়ের পরিকল্পনা নেই। তবে রণবীর এবং আলিয়া যদি…
জুমবাংলা ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে জানিয়েছের চিকিৎসকরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি শেষ করে নিজের গাড়িতে উঠার পরপরই বুকে ব্যথা শুরু হয় তার। প্রথম তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেন তার সহকারি আরিফুর রহমান তুষার। এরপর দ্রুত সেখান থেকে তাকে ধানমন্ডির ল্যাবেএইডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণ রেখেছেন। ডক্টরস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ওনার হার্ট এটাক করেছে। এখন তার অবস্থা ক্রিটিক্যাল, কিছুই…
স্পোর্টস ডেস্ক : করোনা আক্রান্ত হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ খবর নিশ্চিত করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। অফিসিয়াল এক বার্তায় রোনালদোর করোনা আক্রান্তের খবর জানায় তারা। তবে রোনালদোর শারীরিক অবস্থা সম্পর্কে এখনো কিছু জানায়নি তারা। এর আগে তার সতীর্থ পর্তুগালের গোলরক্ষক অ্যান্থনি লোপেজের দেহে করোনা শনাক্ত হয়। এদিকে করোনা মহামারির শুরু থেকেই আক্রান্তদের পাশে ছিলেন রোনালদো। আর্থিক সহায়তা ছাড়াও বিভিন্নভাবে করোনা আক্রান্তদের পাশে ছিলেন এই পর্তুগিজ তারকা। মেসি এবং রোনালদো মিলে ১০ লাখ করে ইউরো দান করেছিলেন। তাদের সহায়তায় পর্তুগালের দুটি হাসপাতালে তিনটি নিবিড় পরিচর্যা কেন্দ্র বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) তৈরির কাজ করা হয়েছে।
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে ১৯৫ রান বড় লক্ষ্য। তাই বলে লড়াইটাও করতে পারবেন না কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা! শারজায় রীতিমত দলকে লজ্জায় ফেললেন তারা। পুরো ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ১১২ রানের বেশি জেতে পারেনি দুইবারের চ্যাম্পিয়নরা। ফলে ৮৪ রানের বড় জয় নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে ওঠে এসেছে এখন পর্যন্ত শিরোপার মুখ না দেখা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কলকাতার ব্যাটসম্যানদের মধ্যে এক শুভমান গিল ছাড়া কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। এই ওপেনার ২৫ বলে করেন ৩৪ রান। এছাড়া আন্দ্রে রাসেল ১০ বলে ১৬ আর রাহুল ত্রিপাথি ১৬ করতে খরচ করেন ২২ বল। ব্যাঙ্গালুরুর পক্ষে ২টি করে উইকেট নেন ক্রিস…
জুমবাংলা ডেস্ক : নাশকতা মামলায় বরিশালের গৌরনদী উপজেলার বিএনপি’র ২৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে বরিশালের বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম ওই নির্দেশ দেন। কারাগারে যাওয়া নেতাকর্মিরা হলো- আবু ফকির, পান্নু সরদার, জাহাঙ্গীর মৃধা, রুহুল মিয়া, বিপ্লব মিয়া, আনিচ হাওলাদার, শাহাজাহান হাওলাদার, ইসকান্দার ফকির, দেলোয়ার সরদার, সুমন মৃধা, মালেক সরদার, গিয়াসউদ্দিন সিকদার, মাকসুদ মৃধা, হেমায়েত হাওলাদার, দেলোয়ার সরদার, বাসার প্যাদা, দেলোয়ার সরদার (৩), বশির মুন্সী, জামাল প্যাদা, রিপন হাওলাদার, হারুন হাওলাদার, এনায়েত হাওলাদার, সুমন মুন্সী, মিন্টু মৃধা, বাচ্চু প্যাদা, সান্টু সিকদার ও আব্বাস প্যাদা। আদালতের বেঞ্চ সহকারি হেদায়েতুন্নবী জাকির জানান, মামলার আসামি বিএনপির নেতাকর্মীরা আদালতে হাজির হয়নি।…
আন্তর্জাতিক ডেস্ক : আসছে নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা যখন তুঙ্গে তখন ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে এগিয়ে এলো তালেবান। সংগঠনটি চায়, নির্বাচন ট্রাম্প বিজয়ী হোক। সিবিএস নিউজে একটি টেলিফোন সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আমরা আশা করি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জিতবেন এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবেন। সম্প্রতি ট্রাম্পের করোনা আক্রান্তের খবরে নাকি উদ্বিগ্নও হয়েছিল সংগঠনটি। আরেক তালেবান নেতা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ট্রাম্প করোনায় আক্রান্ত জেনে আমরা উদ্বিগ্ন বোধ করছিলাম। কিন্তু এখন তো তিনি ভালো আছেন। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র জানিয়েছেন, তালেবানের এই সমর্থন তারা প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, তালেবানের জেনে রাখা উচিত, ট্রাম্প সবসময়ই যে কোনোভাবে অ্যামেরিকার স্বার্থ রক্ষা…
জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামে আদালতে হত্যাচেষ্টার কোর্ট রেকর্ড (সিআর) মামলা করতে এসে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি এখন জেলহাজতে। প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাচেষ্টার সাজানো মামলা দায়েরের জন্য আদালতে পিটিশন দাখিল করায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সিডব্লিউ মূলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন ভূরুঙ্গামারী উপজেলার আমলি আদালতের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্ল্যাহ। রোববার (১১ অক্টোবর) এ ঘটনা ঘটে। এদিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পিডব্লিউ মূলে সোমবার (১২ অক্টোবর) শহিদুল ইসলামকে আদালতে আবারও হাজির করা হয়েছিল। এছাড়া প্রকৃত ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ না হওয়া সত্ত্বেও শহিদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান এবং ছাড়পত্র দেওয়ার জন্য ভূরুঙ্গামারী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে আগামী…
জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিসহ অশালীন মন্তব্য করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় ইমতিয়াজ হাসান ইমুকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সে ও তার পরিবারের লোকজন বিএনপি সমর্থিত বলে জানা গেছে। রবিবার (১১ অক্টোবর) রাতে ফতুল্লার গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ইমুকে আটক করার পর সোমবার (১২ অক্টোবর) দুপুরে ফতুল্লা মডেল থানায় হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার ইমতিয়াজ হাসান ইমু ফতুল্লার বক্তাবলীর গোপালনগর এলাকার আজহার আলী ওরফে এজা মিয়ার ছেলে। মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, বক্তাবলীর গোপালনগর এলাকার বিএনপি সমর্থিত ইমতিয়াজ হাসান ইমু তার নিজের…
জুমবাংলা ডেস্ক : নওগাঁ শহরের কোট চত্বরের সামনে ‘হাজী নজিপুর হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজ’। ইতোমধ্যেই হোটেলটি নওগাঁবাসীর কাছে গরিবের হোটেল নামে পরিচিতি পেয়েছে। প্রতি বৃহস্পতিবার দুপুর হলেই নানা জায়গা থেকে এই হোটেলে এসে বসে পড়েন ছিন্নমূল মানুষ। একবেলা ভালো পরিবেশে ভালো খাবার খেয়ে তৃপ্তির ঢেঁকুর তোলেন তারা। দোয়া করেন দু’হাত তুলে হোটেল মালিকের জন্য। হোটেল মালিক আলহাজ আলী আজগর হোসেন বলেন, ‘কোনো উদ্দেশ্য নিয়ে না। নিজের অতীত কষ্টের কথা ভেবে আর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এমন উদ্যোগ। যতদিন বেঁচে থাকবো, ততদিনই এমন কাজ করে যেতে চাই আমি।’ আলহাজ আলী আজগর হোসেনের এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সব মহলে। প্রতি বৃহস্পতিবার দুপুরে…
জুমবাংলা ডেস্ক : ঢাকার বুড়িগঙ্গা নদীর বাদামতলী ঘাট এলাকায় সোমবার রাতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ডিঙ্গি নৌকাডুবে হাজী বাহা উদ্দিন নামে এক ফল ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। জানা যায়, ঢাকার বুড়িগঙ্গা নদীর বাদামতলী ঘাট এলাকায় সোমবার রাত ৯ টায় এম ভি রিফাত-৩ লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ডিঙ্গি নৌকা পাঁচজন যাত্রী নিয়ে নদীতে ডুবে যায়। এসময় চারজন যাত্রী ও মাঝি সাতার কেটে তীরে উঠলেও ফল ব্যবসায়ী হাজী বাহা উদ্দিন নিখোঁজ থাকেন। ঘটনার পরপর সদরঘাট নৌ ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ নিখোঁজ বাহা উদ্দিনের উদ্ধার করার জন্য চেষ্টা করছে। নিখোঁজ বাহা উদ্দিন রাজধানীর বাদামতলী এলাকার একজন ফল ব্যবসায়ী। তিনি তার দোকান থেকে কেরানীগঞ্জ ইস্পাহানী…
জুমবাংলা ডেস্ক : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ের হাজতের রড বাঁকিয়ে শুভ (২৮) নামে এক আসামি পালিয়ে গেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক ডিবি কার্যালয় পরিদর্শন করেছেন। এ ঘটনায় আরএমপিতে চলছে তোলপাড়। ডিবি পুলিশের একটি সূত্র জানায়, হাজত থেকে পালিয়ে যাওয়া শুভর বাড়ি নগরীর খড়বোনা এলাকায়। বিকালে গাঁজাসহ তাকে আটক করে ডিবি পুলিশ। কিন্তু সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে তিনি পালিয়ে যান। এরপর তাকে ধরতে অভিযান শুরু করে ডিবিসহ আরএমপির ১২ থানার পুলিশ। এদিকে খবর পেয়ে রাতেই আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক নগরীর লক্ষ্মীপুর এলাকায় ডিবি কার্যালয়ে যান।…
জুমবাংলা ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সিনিয়র নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামের ছেলে হারুন ইজহারের গ্রেফতারের সংবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা। পরে রাত ১০টার পর হারুন ইজহার মাদ্রাসায় আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফটিকছড়ির নাজিরহাট মাদ্রাসা নিয়ে গোপন বৈঠক করার সময় সোমবার সন্ধ্যায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নাজিরহাটের একটি বাসা থেকে হারুন ইজহারসহ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়। ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রবিউল হোসেন নিশ্চিত করেছেন। এদিকে হারুন ইজহারকে আটকের বিষয়টি ছড়িয়ে পড়লে হাটহাজারী মাদ্রাসার কয়েক’শ ছাত্র বিক্ষোভ করে। তবে তাদের গ্রেফতার করা হয়নি খবর পেয়ে পরিবেশ কিছুটা শান্ত…
স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকিতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সামনে বাংলাদেশ। আগামী ২১ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দেশের মাটিতে হতে যাওয়া এই প্রতিযোগিতায় কঠিন গ্রুপে পড়েছে স্বাগতিকরা। লড়তে হবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়াও বাংলাদেশের সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। ‘বি’ গ্রুপে খেলবে জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুর। শেষ মহূর্তে ওমান নাম প্রত্যাহার করে নেওয়ায় সিঙ্গাপুরের খেলার সুযোগ হয়েছে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে মুখোমুখি হবে। এরপর বিজয়ী দুই দল খেলবে ফাইনালে। এছাড়া থাকবে স্থান নির্ধারণী ম্যাচও। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা…