স্পোর্টস ডেস্ক : সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এবাদতের ইনজুরির খবর জানানো হয়। সেখানে বলা হয়, বাঁ হাঁটুর ইনিজুরির কারণে তৃতীয় ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন না এবাদত। তবে দলের সঙ্গেই থাকবেন তিনি। এবাদতের ইনজুরি প্রসঙ্গে দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেন, ‘এমআরআই থেকে জানা গেছে, এটা খুব একটা বড় ইনজুরি নয়। আমরা আশা করি দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবেন তিনি। যেহেতু তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন, দলের সঙ্গেই থাকবেন তিনি। শনিবার (৮ জুলাই) ঘটনাটা ছিল এমন, বোলিং স্ট্রাইডে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে ধাক্কা লাগায় রানআপ শেষ করতে পারেননি এবাদত। উল্টো বাম পায়ের হাঁটুতে বাজেভাবে আঘাত পান তিনি।…