মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম ওরফে খোকন (৫৬)-কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাত পৌনে একটার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মো. জাহিদুল ইসলাম ওরফে খোকন মানিকগঞ্জ পৌরসভার জয়রা গ্রামের (নবীন সিনেমা হলের পিছনে) মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মানিকগঞ্জ সদর থানার দায়েরকৃত মামলার তদন্তে মানিকগঞ্জ পৌর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম ওরফে খোকনের সম্পৃক্ত পাওয়া যায়। ওই মামলার প্রেক্ষিতে তাকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
ওসি এসএম আমান উল্লাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামী মো. জাহিদুল ইসলাম ওরফে খোকনকে আগামীকালেআদালতে প্রেরণ করা হবে।