লাইফস্টাইল ডেস্ক : খাবার গন্ধ শুঁকলেই বাড়বে ওজন। সম্প্রতি ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে এমনটাই দাবি করেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষণাটি সেল মেটাবলিজম নামক জার্নালে প্রকাশিত হয়েছে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার ও সেল বায়োলজির অধ্যাপক অ্যান্ড্রু ডিলিন গবেষণাটিতে নেতৃত্ব দেন।
গবেষণায় প্রমাণিত হয়, যেসব ইঁদুর খাবার গন্ধ শুঁকেছে তার ওজন বেড়েছে। কিন্তু সেসব ইঁদুর তা করেনি তাদের ওজন বাড়েনি। বিষয়টি মানুষের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে বলে ইঙ্গিত করেছেন গবেষকরা। সূত্র : মেডিকেল নিউজ টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।