Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home এক আজিজের লালসার শিকার অর্ধশতাধিক নারী
    চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

    এক আজিজের লালসার শিকার অর্ধশতাধিক নারী

    Shamim RezaMarch 9, 20245 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : শিলা (ছদ্মনাম) দুই সন্তানের জননী। দুরারোগ্য ব্যাধিতে এক যুগ আগে স্বামীর মৃত্যুর পর দুসন্তানকে বুকে আগলে সংগ্রামী জীবন পার করছেন তিনি। এ সময়ের মাঝে বিয়ের অনেক প্রস্তাব এলেও সাই দেননি। মাস ছয়েক আগে কক্সবাজার বিচ কার্নিভাল দেখতে এসে ফেঁসে যান আজিজ নামের এক ভয়ংকর নারী শিকারীর জালে।

    Aziz

    মেয়ে পটাতে পটু আজিজ কৌশলে নাম্বার নেন শিলার। সে থেকে প্রতিনিয়ত যোগাযোগ করে একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেন। সহজসরল নারী শিলাকে বিয়ের প্রতিশ্রুতিতে কৌশলে শহরে নিয়ে আসেন। তবে, বিয়ের আগে শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি না হওয়ায় তৎক্ষণাৎ কালিমা পড়ে মৌখিক বিয়ে করে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। শহরের বিভিন্ন হোটেল ও রুমালিয়ার ছড়া তার বড় ভাইয়ের বাসায় নিয়ে স্বামীর অধিকার খাটান। এ সময় ধূর্ত ও সুচতুর আজিজ গোপনে একান্তে সময় কাটানোর ভিডিও ধারণ করেন।

    এদিকে, শিলা আনুষ্ঠানিক বিয়ে করে ঘরে তুলতে জোরাজুরি করলে বেরিয়ে আসে লম্পট আজিজের আসল রূপ। সে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিড়িও ধারণ করে রেখেছেন বলে হুমকি দেন। বেশি বাড়াবাড়ি করলে হাতে থাকা ভিডিও সামাজিক যোগযাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিতে ব্ল্যাকমেইল করতে থাকেন। প্রতি সপ্তাহে অন্তত দুইবার শিলাকে হোটেলে যেতে বাধ্য করেন আজিজ। একপর্যায়ে অনন্যোপায় হয়ে আইনের আশ্রয় নেন ভুক্তভোগী শিলা।

    শিলা কক্সবাজার সদর মডেল থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত আজিজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

    মামলার এজাহারে শিলা উল্লেখ করেন, কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকার নজির আহমেদের ছেলে আজিজ উদ্দিন অত্যন্ত খারাপ চরিত্রের যুবক। তিনি নারী লোভী, চরিত্রহীন ও লম্পট। নারী শিকারী এ যুবক বিভিন্ন কায়দা-কৌশলে নারীকে ফাঁদে ফেলে টাকা আদায় করেন। নারীদের সর্বনাশ করা তার পেশা ও নেশা। শিলা উল্লেখ করেন, প্রায় ৫/৬ মাস পূর্বে কক্সবাজার শহরে বেড়াতে এসে লাবণী বিচ পয়েন্ট এলাকায় আজিজের সঙ্গে পরিচয় হয়। তখন থেকে আজিজ তার পিছু নিয়ে মোবাইলে নিয়মিত যোগাযোগ করেন।

    আজিজ তার স্ত্রী অসুস্থ ও অক্ষম দাবি করে শিলাকে বিয়ের প্রস্তাব দিয়ে গভীর সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে গত বছরের ১৩ অক্টোবর রাত সাড়ে ৮টায় তাকে বিয়ে করার কথা বলে আজিজের বসতঘরে নিয়ে যায়। পরদিন বিয়ে করবে প্রতিশ্রুতি দিয়ে আজিজ তাকে ওই রাতেই একাধিকবার ধর্ষণ করেন। ১৪ অক্টোবর পরদিন শিলা বিয়ের জন্য কাজী অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হলে আজিজ তাকে আজ নয়, পরে বিয়ে করবেন জানিয়ে সকাল ১০টার দিকে শিলাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে আজিজ-শিলাকে তাদের অন্তরঙ্গ মুহূর্তের আপত্তিকর ছবি, ভিডিও ধারণ করা আছে বলে জানান। বিয়ের জন্য চাপাচাপি করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপন ভিডিও প্রকাশ্যে আনার হুমকি দেন।

    এরপর ধারাবাহিক ভাবে শিলাকে জিম্মি করে মাসের পর মাস শহরের বিভিন্ন হোটেলে নিয়ে ধর্ষণ করতে থাকেন। শুধু ধর্ষণকাণ্ডে সীমাবদ্ধ থাকেননি আজিজ। তাকে ভয়ভীতি দেখিয়ে বিপুল অংকের টাকাও হাতিয়ে নেন। কয়েকদফায় আজিজ তার কাছ থেকে নগদ ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে এজাহারে উল্লেখ করেন শিলা।

    এদিকে, এলাকায় তার বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। স্থানীয়দের অনেকে তাকে নারী শিকারী আজিজ বলে ডাকেন। তার কারণে একাধিক নারীর সংসার ভাঙা, এমন কি আত্মহত্যার ঘটনাও ঘটেছে।

    অভিযোগ আছে, কৌশলে মেয়েদের পটিয়ে ব্ল্যাকমেইল করে যৌ* লালসা মিটানো ও টাকা হাতিয়ে নেওয়া তার পেশা ও নেশা। তার খপ্পরে পড়ে অনেক মেয়ে সর্বশান্ত হয়েছেন। ভুক্তভোগী অনেক নারী বিভিন্ন সময় অভিযোগ নিয়ে থানায় দারস্থ হলেও মামলা পর্যন্ত গড়ায়নি। থানায় অভিযোগ নিয়ে গেলেই শুরু হয় নানামুখী তদবির। বহুরূপী আজিজের বিচরণ সর্বত্র। তার ফেসবুক পেইজে ঢুকে দেখা গেছে, সে একাধারে উদ্যোক্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, নাট্যকর্মী, থিয়েটার কর্মীসহ নানান পরিচয়ে পরিচিত। ফেসবুক ওয়ালে শোভা পাচ্ছে শীর্ষ আওয়ামী লীগ নেতা-নেত্রীদের সঙ্গে ছবি। সে এসব পরিচয় ও নেতানেত্রীদের ছবিকে পুঁজি করে দিনদিন বিস্তৃত করেছে তার অপকর্মের ফিরিস্তি।

    আজিজের হাতে প্রতারণার শিকার শহরের পাহাড়তলী এলাকার এক নারী নাম প্রকাশ না করার শর্তে জানান, আজিজ বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সর্বনাশ করেছে। বিচার চেয়ে বিভিন্ন স্থানে ঘুরেছি। কেউ আমার কথা শোনেনি। উল্টো আমাকে খারাপ মেয়ের তকমা দিয়েছে। শেষমেশ তার অব্যাহত হুমকির মুখে সব অন্যায় হজম করতে বাদ্য হয়ছি। এক প্রশ্নের জবাবে ওই নারী বলেন, অবশ্যই সেল্টার পেলে আজিজের বিরুদ্ধে ধর্ষণ মামলা করবেন তিনি।

    তার হাতে যৌন লালসার শিকার আরেক নারী সর্বশান্ত হয়ে বিদেশ পাড়ি দিয়ে গৃহকর্মীর কাজ করছেন। ওই নারী নাম প্রকাশ না করে জানান, আজিজ যে মোটরবাইক চালায় সেটিও আমার টাকায় কেনা। লম্পট আজিজ রঙ্গিন স্বপ্ন দেখিয়ে শুধু আমাকে ভোগ করেনি, আমার টাকা-পয়সা সব হাতিয়ে নিয়েছে। পরে ক্ষোভে অপমানে তিনি দেশ ছেড়ে বিদেশে গৃহকর্মীর কাজ করছেন বলে জানান।

    কক্সবাজারের একজন উদ্যোক্তা নারীও একই ধরনের লালসা ও ব্ল্যাকমেইলের শিকার হয়ে শেষ পর্যন্ত আজিজের হাত থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

    নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী একাধিক নারী জানান, আজিজ উদ্যোক্তা ও সাংবাদিক পরিচয়ে ভালো ব্যবহারের মাধ্যমে প্রথমে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেন। পরে কৌশলে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এ সময় কৌশলে ভিডিও ধারণ করেন। পরে ব্ল্যাকমেইল করে ফাঁদে ফেলা নারীদের নিয়মিত একান্ত সময় কাটাতে বাধ্য করেন ভংয়কর নারী শিকারী আজিজ উদ্দিন।

    এভাবে বিভিন্ন কায়দা-কৌশলে আজিজ প্রায় অর্ধশতাধিকের বেশি নারীর সর্বনাশ করেছেন বলে এলাকায় প্রচার আছে। কৌশলে প্রেমের ফাঁদে ফেলে প্রথমে শারীরিক সম্পর্ক স্থাপন ও গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে মোটা অংকের টাকা আদায় করা যেন তার পেশা। এসব টাকা দিয়ে শহরের নাজিরারটেক নামক এলাকায় বালিচড় শুঁটকি বিতান নামের একটি শুঁটকি মহাল গড়েছেন তিনি।

    অভিযুক্ত আজিজ অভিযোগ অস্বীকার করে সব তার বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি করে বলেন, আমাকে সামাজিকভাবে ছোট করার জন্য নারীঘটিত অভিযোগ তোলা হচ্ছে।

    পৃথিবীর সবচেয়ে সুন্দর মশা, রয়েছে রহস্যজনক পালক

    কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে তা মামলা আকারে রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অর্ধশতাধিক অর্ধশতাধিক নারী আজিজের এক চট্টগ্রাম নারী বিভাগীয় লালসার শিকার সংবাদ
    Related Posts
    শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীর

    শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীর লাশের সারি, মাইক্রোবাস চাপায় নিহত

    July 14, 2025
    এক ট্রলারে ধরা পড়ল

    এক ট্রলারে ধরা পড়ল ৬৫ মণ ইলিশ, বিক্রি ৪০ লাখে

    July 14, 2025
    gaibandha

    ২০ শিক্ষার্থীর জন্য ২৮ শিক্ষক, তবুও পাস করেনি কেউই

    July 14, 2025
    সর্বশেষ খবর
    বৃষ্টির আবহাওয়ার খবর

    আবহাওয়ার খবর: ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা

    টেনিসে নতুন প্রতিভা

    টেনিসে নতুন প্রতিভা: ভবিষ্যতের তারকারা যারা বিশ্বজয়ে তৈরি!

    জিতুন ফ্যান্টাসি ক্রিকেট টিপস

    জিতুন ফ্যান্টাসি ক্রিকেট টিপস সহ: আপনার চ্যাম্পিয়নশিপের রোডম্যাপ

    মুহাম্মাদু বুহারির মৃত্যু

    নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির মৃত্যু

    শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীর

    শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীর লাশের সারি, মাইক্রোবাস চাপায় নিহত

    ঘরে বসেই ওজন কমানোর বিজ্ঞানসম্মত উপায়

    ঘরে বসেই ওজন কমানোর বিজ্ঞানসম্মত উপায়: জেনে নিন সহজ, টেকসই ও নিরাপদ পদ্ধতি!

    প্রোটিন সমৃদ্ধ খাবার

    খাবারে প্রোটিনের উপকারিতা জানুন ও সুস্থ থাকুন: আপনার শরীরের অদৃশ্য কারিগর

    চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে তোলপাড়

    এক ট্রলারে ধরা পড়ল

    এক ট্রলারে ধরা পড়ল ৬৫ মণ ইলিশ, বিক্রি ৪০ লাখে

    বিক্ষোভ মিছিলের ডাক

    বিক্ষোভ মিছিলের ডাক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.