দেশের স্মার্টফোন বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন সিরিজের মোবাইল ফোন উন্মুক্ত করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে অপো।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপো বাংলাদেশ পর্যটন করপোরেশনের সঙ্গে একটি সহযোগিতামূলক অংশীদারিত্বে প্রবেশ করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো অপো রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে বাংলাদেশকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা এবং দেশের সৌন্দর্য বিশ্ববাসীর সামনে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা।
উন্মোচন অনুষ্ঠানে শিক্ষা, সৃজনশীলতা, চলচ্চিত্র ও ডিজিটাল সংস্কৃতি অঙ্গনের চারজন পরিচিত মুখ অংশ নেন। তারা হলেন— টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, ইংরেজি শিক্ষিকা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মুনজেরিন শহীদ, পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা আদনান আল রাজীব এবং কনটেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান রাফসান সাবাব।
অপো জানায়, রেনো১৫ সিরিজ ফাইভজির সবচেয়ে বড় আকর্ষণ এর উন্নত ক্যামেরা প্রযুক্তি, যা ‘লাইভ ওয়াইড’ স্লোগানকে বাস্তব অভিজ্ঞতায় রূপ দেয়। ফোনটিতে রয়েছে ‘গোল্ডেন সেলফি অ্যাঙ্গেল’ প্রযুক্তি, যেখানে ১০০ ডিগ্রি ফিল্ড অব ভিউসহ ০.৬x আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা ব্যবহারকারীর মুখাবয়বকে স্বাভাবিক ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার পাশাপাশি আশপাশের পরিবেশকেও আরও বিস্তৃতভাবে ধারণ করতে সক্ষম।
এ প্রসঙ্গে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, অপো রেনো১৫ সিরিজ ফাইভজি এমনভাবে তৈরি করা হয়েছে যেন ব্যবহারকারীরা প্রতিটি মুহূর্তকে আরও বড় পরিসরে ধারণ করতে পারেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এই ডিভাইসের উন্মোচন আমাদের ‘লাইভ ওয়াইড’ দর্শনেরই প্রতিফলন, যেখানে উন্নত ক্যামেরা প্রযুক্তি সাধারণ মুহূর্তকে গল্পে পরিণত করে।
দাম ও ভ্যারিয়েন্টের ক্ষেত্রে, অপো রেনো১৫ ফাইভজি (১২ জিবি র্যাম + ২৫৬ জিবি রম) পাওয়া যাচ্ছে অরোরা হোয়াইট ও টোয়াইলাইট ব্লু রঙে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৯৯০ টাকা। অন্যদিকে, অপো রেনো১৫ এফ ফাইভজি (৮ জিবি র্যাম + ২৫৬ জিবি রম) পাওয়া যাচ্ছে অরোরা ব্লু ও টোয়াইলাইট ব্লু রঙে, যার দাম ৫৪ হাজার ৯৯০ টাকা।
এ ছাড়া, অপো প্যাড এসই (৬ জিবি + ১২৮ জিবি) ট্যাবলেটটির দাম রাখা হয়েছে ৩১ হাজার ৯৯০ টাকা এবং অপো প্যাড ৩ (৮ জিবি + ২৫৬ জিবি) পাওয়া যাবে ৫৯ হাজার ৯৯০ টাকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


