ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক বড় ভাইয়ের বিরুদ্ধে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে । যার ফলে এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযুক্ত ভাসুর হলেন একই এলাকার অতুল মিস্ত্রীর ছেলে অসিম মিস্ত্রী (৫৮) এবং পালিয়ে যাওয়া গৃহবধূ তিন সন্তানের জননী বিথীকা রানী (৩৮), যিনি পেশায় কাঠমিস্ত্রি উত্তম মিস্ত্রীর স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, গত ১৬ জুন বিথীকা রানী ঘরে রক্ষিত নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ হন। পরে জানা যায়, তিনি অসিম মিস্ত্রীর সঙ্গে পালিয়ে গেছেন। এ ঘটনায় উত্তম মিস্ত্রী বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
উত্তম মিস্ত্রী বলেন, বাজার থেকে ফিরে এসে দেখি ঘরে তালা, চাবি নিচে রাখা। ছেলে-মেয়েরা জানায় মা নেই। পরে জানতে পারি, আমার চাচাতো ভাই অসিম প্রায়ই আমাদের বাসায় যেতেন। সেই সূত্রে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এখন সে আমার স্ত্রীকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ নিয়ে পালিয়েছে।
তিনি আরও বলেন, আমি কোনো দিন কল্পনাই করতে পারিনি আমার বড় চাচাতো ভাইয়ের সাথে আমার স্ত্রীর সঙ্গে এমন সম্পর্ক গড়ে তুলতে পারে। আমার সংসার তছনছ হয়ে গেলো।
এ ঘটনায় পরিবারের অন্যান্য সদস্যরাও মানসিকভাবে ভেঙে পড়েছেন। প্রতিবেশীরা জানান, ঘটনাটি খুবই লজ্জাজনক ও অবমাননাকর। এমন কর্মকাণ্ডে সামাজিক বন্ধন ও পারিবারিক বিশ্বাসে ধস নেমেছে।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার বিষয়ে উত্তম মিস্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।