স্পোর্টস ডেস্ক : বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। বাংলাদেশের এমন দুর্দান্ত জয় নিয়ে মাশরাফি জানান, তরুণদের নিয়ে যেভাবে দলটা গড়েছে সেটা অসাধারণ। একই সাথে তিনি শান্ত, মিরাজেরও প্রশংসা করেন।
এর আগে, ইংল্যান্ডের দেয়া ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৯ রানে স্যাম কারানের বলে সীমানায় ধরা পড়েন লিটন। ৬ষ্ঠ ওভারের প্রথম বলে রনি তালুকদারকে হারিয়ে দ্বিতীয় ধাক্কা খায় বাংলাদেশ। রনির বিদায়ের পর জমিয়ে ব্যাটিং করছিলেন নাজমুল হোসেন শান্ত আর তৌহিদ হৃদয়। তবে সেই জুটি বড় হতে পারেনি হৃদয়ের আউটে। ১৮ বলে ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
পরবর্তীতে ১৬ বলে ২ ছক্কায় ২০ রান করা মিরাজ আর শূন্য রানে অধিনায়ক সাকিব আউট হলে চাপে পড়ে টাইগাররা। একপ্রান্ত আগলে রেখে ক্রিস জর্ডানকে দারুণ বাউন্ডারিতে সব চাপ দূর করেন শান্ত। একই ওভারে তাসকিনের ব্যাট থেকেও আসে বাউন্ডারি। পরের বলে আরেকটি বাউন্ডারি মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তাসকিন।
টাইগারদের এমন ঐতিহাসিজ সিরিজ জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন মাশরাফি। তিনি লিখেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড। দেশের মাঠে বড় তিনটি দলকে টি-টোয়েন্টি সিরিজে হারালো বাংলাদেশ। তবে এই জয়টা একটু আলাদা। কারণ, তরুণদের নিয়ে যেভাবে দলটা গড়েছে, সেটা এক কথায় অসাধারণ। টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানো দরকার ছিলো। হাথুরুসিংহে এবং সাকিব দারুণভাবে সেই কাজটা করেছে। ভালো উইকেটে এই দলটারও কঠিন সময় আসবে, কিন্তু সবার ধৈর্য রাখা জরুরী।
মাশরাফি আরও যোগ করেন, তরুণদেরকে এই ফরম্যাটে খেলার সুযোগ করে দিতে হবে এবং এর মধ্য দিয়েই দারুণ একটা দল হবে ইনশা আল্লাহ। অনেক দেরিতে হলেও এই পরিবর্তনটা টি-টোয়েন্টিতে খুব প্রয়োজন ছিলো। যদিও এটা একান্তই আমার মতামত। শান্ত ইউ বিউটি ম্যান, মিরাজ অসাধারণ, পুরো বোলিং ইউনিট দারুণ। অভিনন্দন বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।