স্পোর্টস ডেস্ক : ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। ভারতের বিপক্ষে হার দিয়ে আসরের যাত্রা শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করেছে। এতে অনিশ্চিত হয়ে পড়েছে লাল-সবুজদের শেষ চারের পথ।
সেমিফাইনাল নিশ্চিত করতে আজ বাংলাদেশের জন্য মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। তবে ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে রোববার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে সুযোগ মিসের মহড়ায় এগিয়ে থেকেও ১-১ ড্র করেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকে আধিপত্য করে খেলে বাংলাদেশের যুবারা। তবে ফিনিশিংয়ের দুর্বলতায় আক্রমণে গিয়ে বারবার বল হারাচ্ছিল সাইফুল বারি টিটুর শিষ্যরা। অনেক চেষ্টার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙিক্ষত গোলের দেখা পায় বাংলাদেশ।
বক্সের ঠিক উপর থেকে মোর্শেদের বাঁ পায়ের বাঁকানো শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে। ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল লাল সবুজের যুবাদের সামনে। তবে মোর্শেদের ক্রস থেকে অপু বল জালে জড়ানোর পর রেফারি ফাউলের বাঁশি বাজান।
১০ মিনিট পর সমতায় ফেরে মালদ্বীপ। রক্ষণের ভুলে হতাশায় ডুবে টিটুর শিষ্যরা। সতীর্থের লম্বা ক্রস দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক মোহাম্মদ ইলান ইমরান।
এরপর আরো বেশ কয়েকবার লিডে ফেরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে মোর্শেদ, নাজমুলরা সুযোগ মিস করায় এগিয়ে যেতে পারেনি লাল সবুজরা। তাতে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।
এ ম্যাচে জয় তুলে নিতে না পারায় সেমিফাইনাল খেলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে ভারতের কাছে ১-০ গোলে হেরেছিল টিটুর শিষ্যরা। শেষ চারে যেতে প্রথম ম্যাচের প্রতিপক্ষের দিকেই তাকিয়ে থাকতে হবে মোর্শেদদের।
৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ভারত। সমান ১ পয়েন্ট নিয়ে দুইয়ে মালদ্বীপ আর তিনে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। এ ম্যাচের ফলের উপর নির্ভর করবে ‘এ’ গ্রুপ থেকে সেমি-ফাইনালের টিকেট পাবে কোন দুই দল।
ভারতের বিপক্ষে ড্র করলেও সেরা চারে উঠবে মালদ্বীপ। তবে ২ গোলের ব্যবধানে হারলে সেমির টিকিট কাটবে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।