স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। এক প্রেস বিজ্ঞপ্তিতে বাঘিনীদের স্কোয়াড দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। মূল স্কোয়াডের ১৫ জনের সাথে স্ট্যান্ডবাই হিসেবে আছেন ৩ ক্রিকেটার।
দলে যথারীতি আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেই সাথে সহ-অধিনায়ক হিসেবে আছেন নাহিদা আক্তার। ব্যাটিংয়ে আস্থা রাখা হয়েছে পরীক্ষিতদের উপরই। ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারিরা আছেন দলে। সেই সাথে দলে আছেন স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাসের মত প্রতিভাবানরা।
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ভালো করে জাতীয় দলে ডাক পেয়েছেন রাবেয়া। এছাড়া সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে স্ট্যান্ডবাইয়ের তালিকায় থাকা নিশিতা আক্তার নিশি এবার আছেন মূল স্কোয়াডে। সেই সফরে মূল স্কোয়াডে থাকা শরিফা খাতুন, লতা মন্ডলরা এবার আছেন স্ট্যান্ডবাইয়ে। স্ট্যান্ডবাইয়ে থাকা আরেকজন ক্রিকেটার ফারিহা ইসলাম তৃষ্ণা।
আগামী ২১ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার নারী দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে শেষে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। সব ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
একনজরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জয়ী (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিসা।
https://inews.zoombangla.com/first-to-unveil-the-jersey-is-uganda/
স্ট্যান্ডবাই : ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন, লতা মন্ডল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।