বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি আরও একটি ইলেকট্রিক চারচাকা আনার পরিকল্পনা করেছে জনপ্রিয় সংস্থা ‘এমজি মোটর ইন্ডিয়া’। শোনা যাচ্ছে আন্তর্জাতিক বাজারে বিক্রি হওয়া এই সংস্থার ‘Baojun Yep’ ইলেকট্রিক সাব-কম্প্যাক্ট এসইউভি গাড়ির এই রিব্যাজ মডেল আনা হবে ভারতীয় বাজারে। ইতিমধ্যেই এই দেশে সংস্থার তরফ থেকে ডিজাইন পেটেন্ট দায়ের করা হয়েছে।
সংস্থার তরফ থেকে যদিও এই বিষয়ে কিছু বলা হয়নি। তবে জল্পনা থেকে জানা যাচ্ছে আগামী ২০২৫ সালের মধ্যে হয়তো দেশের বাজারে এই গাড়িটি আসবে। এটি তৈরি হয়েছে সংস্থার ‘গ্লোবাল স্মল ইলেকট্রিক ভেহিকেল’ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে। এই গাড়িতে রয়েছে ১৫ ইঞ্চি অ্যালয় হুইল, এলইডি ডিআরএল, ডিম্বাকার টেইল ল্যাম্প।
অন্যান্য ফিচার দেখতে গেলে এতে রয়েছে ১০.২৫ ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এই গাড়িতে একটি ২৮.১ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারী ব্যবহার করা হয়েছে এবং সাথে রয়েছে ৬৮ বিএইচপি ইলেকট্রিক মোটর।
জানা গিয়েছে, ফুল চার্জ দিলে গাড়ির রেঞ্জ ৩৩০ কিলোমিটার। এছাড়া ব্যাটারী খুব কম সময়ের মধ্যেই ফুল চার্জ হয়ে যায়। যার দ্বারা এটাই স্পষ্ট যে গাড়িটি ভীষণই আকর্ষণীয় হতে চলেছে গ্রাহকদের কাছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।