বিনোদন ডেস্ক : শাকিব খানের স্ক্যান্ডালের কারণেই চিত্রনায়ক বাপ্পির বিয়ে ভেঙে গেছে, এমনটাই জানালেন ঢাকাই সিনেমার এই নায়ক। যদিও সে বিয়ের বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে ছিল। বিয়ের আলাপ চলছিল, এরমধ্যে বাপ্পি একজন চিত্রনায়ক এই পরিচয় প্রকাশের পর বিয়ের আলোচনাটি ভেস্তে যায়।
সম্প্রতি একটি দেশীয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে বাপ্পি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি নিজের ব্যাক্তিগত আলাপনের এক পর্যায়ে এ কথা বলেন।
ভালোবাসার রঙ খ্যাত অভিনেতা বাপ্পি চৌধুরী বলেন, ‘পারিবারিকভাবে আমার একটা জায়গায় বিয়ের কথা চলছিল। সেই প্রস্তাব নিয়ে আলোচনার এক ফাঁকে কনে পক্ষের একজন বলেন, আরে আপনি নায়ক বাপ্পি না? আপনাদের নায়ক শাকিব খান যা করেছে, একজন বাচ্চা নিয়ে বেরিয়ে এল। এরপর আমার ওই বিয়ের আলোচনা ভেঙে যায়।’
এ সময়ের অভিনয় শিল্পীদের সমাজের অনেকেই ভালো চোখে দেখছে না বলেও অভিমত এ অভিনেতার।
সম্প্রতি চলচ্চিত্র বিষয়ক আলোচনায় বাপ্পি নেই। সাম্প্রতিক সময়ে কোনো সিনেমা তার মুক্তি পায়নি। কি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাপ্পি? এই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন , ‘আমি এখন মা বাবার সেবা করে এই একমাস কাটাচ্ছি। আমার মা একটু অসুস্থ তাই পরিবারেই সময় দিচ্ছি।’
কবে কিভাবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে বাপ্পি বলেন, ‘আমি ফিরবো, ঠিক সময়ের সঙ্গে সঙ্গে যেমন লেটেস্ট মডেলের আইফোন আসে, আমিও লেটেস্ট মডেলের আইফোনের মতোই পর্দায় ফিরবো।’
বাপ্পি চৌধুরী ২০১২ সালে বাংলাদেশি চলচ্চিত্র ভালোবাসার রঙ দিয়ে তার চলচ্চিত্র জগতে অভিষেক হয়। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল ভালোবাসার রঙ, অন্যরকম ভালোবাসা, জটিল প্রেম, তবুও ভালোবাসি, অনেক সাধের ময়না, দবির সাহেবের সংসার, সুলতানা বিবিয়ানা, এপার ওপার, সুইটহার্ট, অনেক দামে কেনা, আমি তোমার হতে চাই, ওয়ান ওয়ে, সুলতানা বিবিয়ানা, নায়ক, ও প্রিয় কমলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।