জুমবাংলা ডেস্ক : বরগুনার বেতাগী উপজেলায় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারকারী ও চাঁদাবাজদের সতর্ক করতে মাইকিং করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনব্যাপী বেতাগী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে এ মাইকিং করা হয়।
উপজেলা বিএনপি জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কিছু কুচক্রী মহল সক্রিয় হয়ে উঠছে। তারা বিএনপির নেতাকর্মীদের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ও চাঁদাবাজি চালাচ্ছেন। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা না থাকলেও অপপ্রচার চালিয়ে সম্মানহানীর চেষ্টা করা হচ্ছে। এসব কুচক্রী মহলের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে এবং চাঁদাবাজি বন্ধ করতে উপজেলা জুড়ে মাইকিং করা হয়েছে।
বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক বলেন, কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে এলাকায় মাইকিং করা হয়েছে। ইতোমধ্যে আমরা লক্ষ করেছি কিছু কুচক্রী মহল নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড করে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ ছাড়া তারা বিএনপি পরিচয়ে অবৈধভাবে বিভিন্ন স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। এসব অপপ্রচার ও চাঁদাবাজি বন্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। সপ্তাহ জুড়ে এ মাইকিং কার্যক্রম চলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।