বরিশাল নগরীর দুস্থদের মাঝে বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

জুমবাংলা ডেস্ক : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বরিশাল নগরীর দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

bnp (2)

শনিবার বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বস্ত্র বিতরণের পূর্বে তিনি বলেন, ভারতের পুতুল সরকারকে এ দেশের জনগণ হটিয়ে দেবার পর থেকে তারা অপপ্রচার নেমেছে। ভারতের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষকে বিভক্ত করতে পারবে না জানিয়ে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি।

নেপালের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় পাশে থাকবে চীন

নগরীর প্রায় তিনশত দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র:বিডি প্রতিদিন