সিলেটের বাজারে দেখা মিলল ১৫০ কেজির বাঘাইড় মাছ

বাঘাইড় মাছ

জুমবাংলা ডেস্ক : সিলেট নগরীর অন্যতম মাছের বাজার লালবাজারে উঠেছে ১৫০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে মাছটি ধরা পড়ে সোমবার রাতে। মঙ্গলবার সকালে বিক্রির জন্য লালবাজারে নিয়ে আসেন মৎস ব্যবসায়ী বিলাল মিয়া। তবে মঙ্গলবার মাছটি বিক্রি না করে বুধবার কেটে ২ হাজার টাকা কেজি ধরে বিক্রি করবেন বলে জানিয়েছেন বিলাল।

বাঘাইড় মাছ

তিনি জানান, কুশিয়ারা নদী থেকে এক মাছ শিকারীর কাছ থেকে বাঘাইড়টি কিনে এনেছেন। মঙ্গলবার যারাই খবর পেয়ে এসেছেন তাদেরকে বুধবার সকালে আসার জন্য বলা হয়েছে। মাছটি কেটে বিক্রি করলে আড়াই থেকে ৩ লাখ টাকা পাবেন বলে বিলাল আশা করছেন।

অনিলের মত কাউকে ভুলেও বিয়ে করবেন না মাধুরী, যা বললেন অভিনেত্রী

এদিকে মাছটি দেখার জন্য মঙ্গলবার বিকেলে অনেকেই বাজারে ভিড় করেন। এর আগে গত বছরের ২৩ মার্চ একই নদীতে ৩০০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ে। এ ছাড়া চলতি বছরের ১২ জানুয়ারি সুরমা নদীতে ১২০ কেজি ওজনের আরেকটি বাঘাইড় মাছ ধরা পড়ে। প্রায় প্রতি বছরই সুরমা ও কুশিয়ারা নদীতে বড় সাইজের একাধিক বাঘাইড় ধরা পড়ে বলে জানিয়েছেন মৎসজীবীরা।