বাজার কাঁপাচ্ছে রিয়েলমির পোর্ট্রেট মাস্টার স্মার্টফোন

রিয়েলমি ১২

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি ১২ সিরিজে আরও দুইটি নতুন ফোন আনল। এগুলো হলো রিয়েলমি ১২ এবং ১২ প্লাস। উভয় ফোনে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে।

রিয়েলমি ১২

রিয়েলমি ১২ মডেলে একটি ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে। যা ১২০ হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোন চলবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৬১০০ প্লাস চিপসেটে। ব্যাকআপের জন্য হ্যান্ডসেটটিতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। যা চার্জ দেওয়ার জন্য ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।

ফোনটির প্রারম্ভিক মূল্য ভারতে ১৭ হাজার রুপি। ফোনটির নাম দেওয়া হয়েছে পোর্ট্রেট মাস্টার। এর কারণ হল ফোনটি দুর্দান্ত পোর্ট্রেট ফটো ক্লিক করে। এর কারণ হল এই ফোনে সনি এলওয়াইটি ৬০০ ওআইএস ক্যামেরা রয়েছে।

ফোনটি অ্যানড্রয়েড ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে ২ বছরের অ্যানড্রয়েড আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট পাবেন ব্যবহারকারীরা।

সব মসজিদে একই নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান

রিয়েলমি ১২ মডেলের পেছনে একটি ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সরসহ একটি ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা রয়েছে। সেলফির জন্য ৮ মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি সাইড -মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসে।