লাইফস্টাইল ডেস্ক : ভিটামিন ই ফ্যাটে দ্রবণীয় একটি ভিটামিন। অন্যান্য ভিটামিনের মতো এই ভিটামিনেরও কিছু উপকারিতা আছে । অনেকে ত্বক বা চুলের যত্নে ভিটামিন ই ক্যাপসুল খান। এছাড়া এই ভিটামিন থেকে আরও যেসব উপকারিতা পাওয়া যায়-
পেশিশক্তি জোগায় : ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করলে পেশির ক্ষয় হয়। পেশিকে সুস্থ সবল অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে ভিটামিন ই।
মানসিক চাপ কমায়: শরীরের জন্য অন্যতম শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হল ভিটামিন ই। এটি রোগ প্রতিরোধ ক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। অ্যান্টিঅক্সিডেন্ট বলে অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে ভিটামিন ই।
ফ্যাটি লিভার রোগ প্রতিরোধ :যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভোগেন, তাদের জন্য ভিটামিন ই বেশ কার্যক। এটি নিয়ম করে খেলে রক্তের লিপিড মাত্রা কমে। যা লিভারকে ভালো রাখে।
কোলেস্টেরল কমায়: কোলেস্টেরলের সঙ্গে লড়াই করে ভিটামিন ই-এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। এটি রক্তের খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল-এর পরিমাণ কমিয়ে দেয়।
রক্তচাপ কমাতে উপকারী: একাধিক গবেষণায় দেখা গেছে, রক্তচাপ কমাতে সাহায্য করে ভিটামিন ই। এটি রক্তের সিস্টোলিক প্রেশারকে কমায়। তবে ডায়াস্টোলিক প্রেশারকে কমাতে পারে না।
হার্টের জন্য উপকারী: হার্টের রোগ প্রতিরোধে সাহায্য করে এই ভিটামিন। খারাপ কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্টকে ভালো রাখে ভিটামিন ই।
ত্বকের জন্য উপকারী: একজিমা জাতীয় চর্মরোগে ভিটামিন ই বেশ উপকারী। এটি চর্মরোগের লক্ষণগুলি কমাতে সাহায্য করে।
চুলের জন্য উপকারী : নতুন চুল গজাতে সাহায্য করে ভিটামিন ই। এটি মাথার ত্বকে পুষ্টি জোগায়। একই সঙ্গে চুল বড় করতে সাহায্য করে।
কিছু নির্দিষ্ট অ্যাজমার সমস্যা কমায় : ভিটামিন ই কিছু নির্দিষ্ট অ্যাজমার সমস্যা কমাতে বেশ কার্যকরী। এটি ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতেও সাহায্য করে।
বিভিন্ন খাবার থেকে ভিটামিন ই পাওয়া যায়। যেমন- আমন্ড ও নানা ধরনের বাদাম, কলা, আপেল, আম, কিউয়ি, বিটের শাক, পালং শাক, কুমড়ো, সূর্যমুখী বীজ, সয়াবিন তেল, সানফ্লাওয়ার তেল ইত্যাদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।