মো: সোহাগ হাওলাদার, আশুলিয়া : সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৪২ হাজার শ্রমিক কর্মচারী ও কর্মকর্তার জীবন সুরক্ষার স্বার্থে এবং বন্ধ সকল কারখানা খুলে দেয়ার দাবীতে গণসমাবেশ করেছে বেক্সিমকোর শ্রমিকরা। কারখানা খুলে দেয়া সহ তাদের দাবী আগামীকাল ৩ টার মধ্যে না মানলে লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দেন শ্রমিকরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে পূর্ব ঘোষণা অনু্যায়ী বেক্সিমকোর সকল শ্রমিক, কর্মচারী ও এলাকাবাসির ব্যানারে আশুলিয়ার শ্রীপুরস্থ সানসিটি মাঠে ৪২ হাজার শ্রমিকদের অংশগ্রহণে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শ্রমিকেরা বলেন ব্যাংকিং সুবিধা ও বকেয়া বেতন সহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত সকল কারখানা খুলে দেব দাবি করেন আন্দোলনকারীরা। তারা বলেন, আমরা দেশের সম্পদ রক্ষা করি,গার্মেন্টস শিল্প সচল রাখি। বেক্সিমকো কারখানা বন্ধ থাকলে আমরা না খেয়ে মরবো। নেতৃবৃন্দ আরো বলেন অবিলম্বে বেক্সিমকো ২১টি কারখানা খুলে দিয়ে ৪২ হাজার পরিবার বাঁচান, আমরা স্বাধীন দেশে কর্ম করে পরিবার নিয়ে বাঁচতে চাই। আন্দোলনকারীরা নানা শ্লোগান লেখা ফেস্টুন নিয়ে গণ সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু কর্মসূচি ঘোষণা করেন। তিনি বক্তব্যে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে বেক্সিমকোর সকল কারখানা খুলে দেয়া না হলে কমপ্লিট শাট ডাউনে যাওয়া হবে। তবে আগামীকাল (বুধবার) বেলা ৩ টা থেকে সানসিটি মাঠে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এদিকে, শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্যে বলা হয়, আগামীকাল বুধবারের মধ্যে বেক্সিমকোর বন্ধ সকল কারখানা খুলে দেয়া না হলে আরো কঠোর আন্দোলন করা হবে। প্রয়োজনে আমরণ অনশন শুরু করা হবে এবং ঢাকাতে গিয়ে আন্দোলন করার হুশিয়ারি দেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।