বিনোদন ডেস্ক : কারও ব্যাক্তিগত জীবন নিয়ে চর্চা করার প্রবণতা ঠিক নয় বলেই মনে করেন বিদ্যা বালান। ‘অনুপমা’ ধারাবাহিকের জনপ্রিয় সংলাপ যা-ই করি, ‘আপনার কী’-র নিজস্ব সংস্করণ তৈরি করলেন অভিনেত্রী।
ঠিক স্নান করছেন, তা বলা যায় না। বাথটাব খটখটে শুকনো। তার মধ্যেই স্নানের মেজাজে ধরা দিলেন অভিনেত্রী বিদ্যা বালান। সাদা বাথরোব পরে বসে আছেন খালি বাথটাবে। কখনও উচ্ছ্বসিত হাসিতে, কখনও বিস্ফারিত চোখে নজর কাড়লেন ‘শেরনি’।
জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’র ‘আপকো কেয়া’ দৃশ্যের পুনর্নির্মাণ করেছেন অভিনেত্রী। মজাদার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। হেসে কূল পাচ্ছেন না অনুরাগীরা।
‘অনুপমা’য় মূল চরিত্রে আছেন রূপালি গঙ্গোপাধ্যায়। তাঁর সংলাপে ‘আপকো কেয়া’ (আপনার কী) ইদানীং বিপুল জনপ্রিয় হয়েছে। বিদ্যা সেই সংলাপের নিজস্ব সংস্করণ বানালেন বাথটাবে বসে।
রূপালির সংলাপে ঠোঁট মিলিয়ে বিদ্যাকে বলতে শোনা যায়, “আমি ঘুরি-ফিরি, নাচি বা গাই, একা বাইরে যাই বা কারও সঙ্গে, যেখানে যাই, যখন যাই, আনন্দ করি বা কাঁদি— এতে আপনার কী?” এই ক্যাপশন-সহ ভিডিওটি পোস্ট করেছিলেন অভিনেত্রী।
সেই দেখে আপ্লুত ভক্তরা। কেউ লিখলেন, ‘এ বারে ঠিক সংলাপ ঠিক মানুষের মুখে বসেছে।’ আবার কেউ লিখলেন, ‘বিদ্যাকেই মানায়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।