হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধান নিহত

kenia-sena

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল ফ্রান্সিস ওগোল্লা নিহত হয়েছেন। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এই তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় ফ্রান্সিস ছাড়াও আরও ৯ জন নিহত হয়েছেন।

kenia-sena

ঘটনাটি ঘটে স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে, এলজিও মারাকওয়েট কাউন্টিতে। এলাকাটি রাজধানী নাইরোবির উত্তর-পশ্চিম দিকে অবস্থিত। নাইরোবি থেকে দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার।

রিলিজ হলো সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্তকাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা