জুমবাংলা ডেস্ক : বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) ষাটগম্বুজ মসজিদে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। হযরত খানজাহানের (র:) অমর সৃষ্টি ষাটগম্বুজ মসজিদে প্রায় সাড়ে ৬০০ বছর ধরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।
এবার করোনা স্বাস্থ্যবিধি মেনে দেশি-বিদেশি মুসল্লিদের সুবিধার্থে ৩টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সোয়া ৮টায় মিনিটে এবং তৃতীয় অর্থাৎ সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ কমিটির সভাপতি ও বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মাদ আজিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও দেশি-বিদেশি ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য এই মসজিদে ঈদুল আজহার জামাতে ইমামতি করেন বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করেন বাগেরহাট শহরতলীর সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।
৩টি জামাতেই ছিল মুসল্লিদের ঢল। এসব জামাতেই মুসলিম উম্মাহার শান্তি কামনা ও করোনা মহামারি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজান করা হয়। ঈদ জামাতে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা যায়।
বাগেরহাটের ডিসি মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ আদায়ের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছিল। বাগেরহাট জেলার অন্য মসজিদ ও ঈদগায়ে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।