জুমবাংলা ডেস্ক : বয়স বাড়িয়ে এসএসসি পরীক্ষার্থী লামিয়া আক্তার রিমকে (১৭) গোপনে বিয়ে দেয়া হচ্ছিল। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজির হন বিয়ের আসরে। তাদের হাতে ধরা পড়েন বর, বরের মামা ও চাচা। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় আটক তিন জনকে।
শনিবার বিকেলে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে চলছিল এই বাল্যবিয়ের আয়োজন। এ সময় মেয়ের বাবা পালিয়ে য়ায়। লামিয়া আক্তার রিম চালিতাবুনিয়া সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
দণ্ডপ্রাপ্তারা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হোগলপাতি গ্রামের মোঃ জিহাদুল ইসলামের ছেলে মোঃ জুবায়ের (২০), জুবায়েরের চাচা নূরুজ্জামান ফকির (৩০) ও মামা শরণখোলার চালিতাবুনিয়া গ্রামের বাদল তালুকদার (৫০)।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূর-ই আলম সিদ্দিকী জানান, ছেলের মামা খালেক তালুকদার এ ব্যালবিয়ের আয়োজক। তিনি তার ভাগ্নে জুবায়েরের সাথে লামিয়া আক্তার রিমের বিয়ে দিচ্ছিলেন। স্থানীয়দের মাধ্যমে এ খবর জনতে পেরে মেয়ের বাড়িতে গিয়ে ছেলেসহ তিন জনকে আটক করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।