জুমবাংলা ডেস্ক : ঢাকার ধামরাইয়ে প্রেমিকযুগলকে আশ্রয় দেওয়ার নামে ব্ল্যাকমেইল করে পরিবারের লোকজনের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক নারীর বিরুদ্ধে। এদিকে জনতার রোষানল থেকে রক্ষা পেতে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে বাঁচেন ওই নারী।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে ধামরাই পৌরশহরের বাঘনগর মডেল টাউন এলাকার দিলরুবা আক্তারের ভাড়া করা বাড়িতে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছ।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ধামরাই পৌরশহরের কায়েতপাড়া মহল্লার স্কুল শিক্ষার্থী নুসরাত আক্তার ও সাব্বির রহমান নামে দুই প্রেমিকযুগল পৌরশহরের প্রবাসী মোহাম্মদ আলম হোসেনের বাড়ির ভাড়াটিয়া দিলরুবা আক্তারের বাসায় বেড়াতে আসেন। তাদেরকে ওই নারী আশ্রয় দেওয়ার কথা বলে একটি কক্ষের ভেতরে প্রবেশ করানোর পর রুমের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয়। এরপর তাদের অভিভাবকদের মোবাইল ফোন নম্বর নিয়ে এক লাখ টাকা নিয়ে আসতে বলেন। আর টাকা না আনা হলে ওই প্রেমিক যুগলকে পুলিশকে দেওয়ার হুমকি দেন।
সম্মানের কথা চিন্তা করে ওই প্রেমিকযুগলের উভয় পরিবারের অভিভাবকরা ৫০ হাজার টাকা নিয়ে ওই নারীর কাছে দেয়। আরও ৫০ হাজার টাকার জন্য ওই প্রেমিক যুগলের পরিবারের অভিভাবকদের নানাভাবে চাপ সৃষ্টি করলে তা পথচারীরা টের পায়। এরপর স্থানীয় জনতা এগিয়ে এলে ওই নারী বাড়ি ছেড়ে পালিয়ে যান।
প্রেমিক সাব্বির রহমানের অভিভাবক নবীন হোসেন জানান, আমাদের ছেলেমেয়েদের আটকে রেখে ১ লাখ টাকা দাবি করে। আমরা নিরুপায় হয়ে এবং সম্মানের কথা ভেবে তাকে ৫০ হাজার টাকা দিতে বাধ্য হই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।