মানিকগঞ্জে পূজা উদযাপনে নিরাপত্তা দেয়ার আশ্বাস বিএনপির, খুশি হিন্দুরা

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গা পূজায় সার্বিক সহযোগিতা ও সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস দিয়েছে মানিকগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপির নেতাকর্মীদের দেয়া আশ্বাস পেয়ে খুশি প্রকাশ করেছেন হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (০৪ অক্টোবর) বিকেলে জেলার গিলন্ড এলাকায় মুন্নু সিটিতে জেলা বিএনপির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজায় সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতার সভাপতিত্ত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মো: জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা যুবদলের আহবায়ক কাজী মোশতাক হোসেন দীপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড. মো: জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মৃদুল কান্তি প্রমুখ।

এসময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, হিন্দু ধর্মীয় সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু-বৌদ্ধ্য-খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু-বৌদ্ধ্য-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাসুদেব গোস্বামী, সাধারণ সম্পাদক অনির্বাণ কুমার পাল, হিন্দু-বৌদ্ধ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ রায় ও হিন্দু-বৌদ্ধ্য-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় বক্তারা বিএনপি দেয়া আশ্বাস পেয়ে নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।