ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫২ দশমিক ৮০ শতাংশ ভোটার বিএনপি জোটকে ভোট দেবে। আর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে ভোট দেবে ৩১ শতাংশ ভোটার।

বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের করা জরিপে অংশ নেওয়ারা এমনটি মনে করছেন। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড-৩’ শীর্ষক এ জরিপের ফল তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জরিপের প্রধান ফল উপস্থাপন করেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং জরিপের প্রধান মো. রুবাইয়াত সারওয়ার। ১৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে প্যানেল জরিপটি চালানো হয়। এতে মোট ৫ হাজার ১৪৭ জনের সফল সাক্ষাৎকার নেওয়া হয় বলে জানান তিনি।
ভোটদানে আগ্রহ ও গণভোট সম্পর্কে মতামত
জরিপে অংশ নেওয়া ৯৩.৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন। গণভোট সম্পর্কে প্রায় ৬০ শতাংশ উত্তরদাতা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিলেও ২২ শতাংশ এ বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচন ব্যবস্থাপনায় আস্থা
জরিপে ৭২.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে-যা আগের রাউন্ডের তুলনায় বেশি। পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আস্থা বেড়ে ৭৪.৪ শতাংশে পৌঁছেছে। ৮২ শতাংশ উত্তরদাতা ভোটকেন্দ্রে নিরাপত্তা নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করেন।
এলাকাভিত্তিক সম্ভাব্য বিজয়ী
আগামীকাল নির্বাচন হলে নিজ এলাকায় কোন দলের প্রার্থী জিততে পারেন-এমন প্রশ্নে ৫২.৯ শতাংশ উত্তরদাতা বিএনপি প্রার্থীর নাম উল্লেখ করেন। ২৩.৮ শতাংশ এ বিষয়ে অনিশ্চিত। আগের রাউন্ডের তুলনায় বিএনপির সম্ভাব্য বিজয়ী হিসেবে উল্লেখের হার ৭.৫ শতাংশ বেড়েছে।
ভোটারদের সিদ্ধান্ত ও পছন্দ পরিবর্তন
৭৪.২ শতাংশ উত্তরদাতা কোন দলকে ভোট দেবেন, সে সিদ্ধান্ত নিয়েছেন-যা আগের রাউন্ডগুলোর তুলনায় বেশি। তবে নারী উত্তরদাতাদের ৬৯.৭ শতাংশ এখনো সিদ্ধান্তহীন। ভোট পছন্দের দিক থেকে বিএনপি তাদের মূল সমর্থন ধরে রেখেছে।
আওয়ামী লীগের ভোট বণ্টন
আওয়ামী লীগ ভোটারদের ৩২ দশমিক ৯ শতাংশ বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। ১৩ দশমিক ২ শতাংশ জামায়াতকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন। আর ৪১ দশমিক ৩ শতাংশ এখনো সিদ্ধান্তহীন।
প্রধানমন্ত্রী কে হবেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনা দেখছেন ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ। অপরদিকে, জরিপের ২২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। জরিপের ২ দশমিক ৭ শতাংশ মানুষ মনে করেন প্রধানমন্ত্রী হবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এই তিনজেনর কেউ-ই প্রধানমন্ত্রী হবেন না, এমনটি মনে করেন ৫ শতাংশ মানুষ। আর ২২ দশমিক ২ শতাংশ জানিয়েছেন, কে প্রধানমন্ত্রী হবেন তা এই মুহূর্তে বলা সম্ভব না।
জরিপে বলা হয়, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক সিদ্ধান্তহীন ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন। তবে ভোটব্যাংকে অস্থিরতা রয়েছে এবং প্রচারণার ধরন অনুযায়ী দলীয় ব্যবধান কমে আসতে পারে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ এম. শাহান, ভয়েস ফর রিফর্ম-এর যুগ্ম আহ্বায়ক ফাহিমা খাতুন, ব্রেন-এর নির্বাহী পরিচালক শফিকুল রহমান, রাজনৈতিক বিশ্লেষক জ্যোতি রহমান এবং ইনোভিশন কনসালটিংয়ের পোর্টফোলিও ডিরেক্টর তাসমিয়া রহমান বক্তব্য দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


