বিনোদন ডেস্ক : ববি দেওল তাঁর কেরিয়ার ভাল শুরু করলেও ক্রমে পিছিয়ে পড়তে থাকেন। বড় পর্দায় কমতে থাকে সুযোগ। সেলুলয়েড থেকে হারিয়ে যাচ্ছিলেন তিনি। একটা সময় সলমন খানেরও এমন একটা খারাপ সময় এসেছিল। ববি ও সলমনের সম্পর্ক ভাল। একে অপরকে মামু বলে ডাকেন।
একদিন ববির সঙ্গে কথা বলার সময় সলমন স্বীকার করেন তিনি যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন ববির ভাইয়ের কাঁধে চেপে যান। তারপর সঞ্জয় দত্তের কাঁধে চেপে যান।
ফলে সলমন ফের সাফল্যের মুখ দেখেন। সলমনের সেই কথায় ববি সলমনকে বলেন, এবার তিনি নিজের খারাপ সময় থেকে বার হতে সলমনের কাঁধে চড়তে চান।
তখন কিছু না বললেও ২ বছর পর তাঁর কাছে একটা ফোন আসে। ওপার থেকে সলমন বলেন মামু জামা খুলতে রাজি আছো কি! উত্তরে ববি জানান, তিনি সবকিছু করতে রাজি।
এই কথোপকথনের পর তিনি রেস ৩ সিনেমায় সুযোগ পান। একদম হাতে কাজ না থাকা অবস্থা থেকে রেস ৩ সিনেমায় সুযোগ ববি দেওলকে কার্যত বড় পর্দায় ফেরত আসতে সাহায্য করে।
করণ জোহরের একটি শোতে উপস্থিত হয়ে সেই ফিরে আসার কাহিনিই শোনালেন ববি দেওল। কীভাবে জামা খোলার শর্তে সলমন খান তাঁকে রেস ৩ সিনেমায় সুযোগ করে দিয়েছিলেন সেকথাই জানালেন সানি দেওলের ভাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।