স্পোর্টস ডেস্ক : কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট দল ঘরের মাঠে ইংল্যান্ডকে বশ দাপট দেখেছে। ক্রিকেটে ওয়ানডে ও টি-২০ তে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশের পর পরই আবারও মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। এবার টাইগারদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল সফরকারী আয়ারল্যান্ড। তবে এই সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।। তবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল টাইগার শিবির।
সফরকারী আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে ছিটকে গেলেন দলের অন্যতম তারকা ক্রিকেটার জাকির হাসান। আজ ১৬ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া উএই ইকেটকিপার ব্যাটার। বিধায় আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হবে না এই ক্রিকেটারের।
এদিকে বিসিবির সুত্র থেকে জানা গেছে, জাকিরের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে এক্স-রে করানো হচ্ছে। এই চোট থেকে সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে। সেক্ষেত্রে ওয়ানডেতে দেশের জার্সিতে অভিষেকে বিলম্ব হচ্ছে তার। তবে আগামী মাসের শুরুতে একমাত্র টেস্টের আগে সুস্থ হতে পারেন জাকির। ক্যারিয়ারে দুটি টেস্টের সঙ্গে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এ ব্যাটসম্যান।
সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড ও ফাইনাল ম্যাচে খেলা হয়নি জাকিরের। তবে সেই চোট থেকেই সুস্থ হয়ে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন তিনি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজকে দুপুরে দলের সঙ্গে ব্যাটিং অনুশীলনের সময় জাকির হাতে চোট পান।
এদিকে টাইগার দলের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালও বেশ অসুস্থ। তিনি গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছেন। তবে দলের সঙ্গে আজ তিনি সিলেট পৌঁছেছেন। এদিকে বিসিবি সূত্র জানিয়েছে, অসুস্থতা থাকলেও আগামী ১৮ মার্চ শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকেই তামিমকে পাওয়া যাবে।
আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ ওয়ানডে হবে আড়াইটায়।
এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। যা শুরু হবে দুপুর দুইটায়। এছাড়া আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।