বড় ভাইয়ের মৃত্যুর খবরে ছোট বোনের মৃত্যু

জুমবাংলা ডেস্ক : জামালপুরের ইসলামপুরে বড় ভাইয়ের মৃত্যু খবরে ছোট বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার দুপুরে ঐ উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গায়েনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গোয়ালেরচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সভারচর গায়েনপাড়ার শহিজল মিয়া মারা যান। এ খবর শুনে ঢাকায় বসবাসরত শহিজল মিয়ার ছোট বোন রাজিয়া বেগমও হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। শহিজল মিয়ার তিন মেয়ে ও এক ছেলে। রাজিয়া বেগমের চার ছেলে ও এক মেয়ে।

সেতুর মধ্যে ঘর তৈরি করে বসবাস