সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে অভিযান চালিয়েছে দৌলতপুর উপজেলা প্রশাসন।
রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রাহাতপুর ও মুন্সিগান্দি এলাকায় যমুনা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন।
জানা গেছে, অভিযানের খবর পেয়ে অবৈধ বালু ব্যবসায়ীরা দ্রুত সটকে পড়েন এবং ইজারাকৃত বালুমহালের ইজারাদাররা নির্ধারিত জায়গায় অবস্থান করে বালু উত্তোলন করেন। ফলে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত কাউকে ঘটনাস্থালে না পাওয়ায় গ্রেফতার বা জরিমানা করা সম্ভব হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন জানান, এলাকাবাসীর অভিযোগ ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের ধরে আমরা যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। কিন্ত অভিযানের সময় ইজারাকৃত জায়গার সীমানার বাইরে কাউকে বালু উত্তোলন করতে দেখা যায়নি। ফলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে এলাকাবাসীর উপস্থিতিতে সার্ভেয়ার দিয়ে ইজারাকৃত জায়গার সীমানা পুনরায় বুঝিয়ে দেওয়া হয়েছে। সীমানার বাইরে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করলে আবারো অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে, যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে গত ৮ জুলাই জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন স্থানীয় সিদ্দিক মিয়া। এরপর এসব অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।