জুমবাংলা ডেস্ক : বাড়ির উঠানের ওপর দিয়ে প্রতিবেশীর ঘরের চালের পতিত বৃষ্টির পানি প্রবাহকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাবুল দত্ত (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত বাবুল দত্ত একই গ্রামের প্রভুদ দত্তের ছেলে। এ ঘটনায় আরও আহত হয়েছেন- সাগর দত্ত (২৫), তৃপ্তি রানী (৩৫), চায়না রানী দত্ত (৪০), রঞ্জিত দত্তসহ অন্তত সাতজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান।
তিনি জানান, নিহত বাবুল দত্তের বাড়ির ওপর দিয়ে প্রতিবেশী সুবল দেবদের বাড়ি-ঘরের চালের পতিত বৃষ্টির পানি প্রবাহিত হয়। এ পানি পুকুরে পতিত হয়ে পাড়ের ক্ষতি সাধিত হয়। এ নিয়ে গত বুধবার দুই পক্ষের মাঝে ঝগড়া হয়। বৃহস্পতিবার সকালে বৃষ্টির পানি ফের প্রবাহিত হলে দুই প্রতিবেশীর মাঝে আবার সংঘর্ষ বাঁধে।
এ সময় বাবুল দত্ত প্রতিপক্ষের বল্লমের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের মৃতদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। অভিযোগ দায়ের পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সম্ভাব্য অভিযুক্তদের ধরতে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।