জামায়াত ক্ষমতায় গেলে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।
এদিন সকাল থেকেই ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন জুলাই আন্দোলনের অন্যতম স্পট যাত্রাবাড়ীতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় ভরে যায় রাজধানী ঢাকার অন্যতম এই প্রবেশদ্বার।
দুপুর ১২টার দিকে সমাবেশ মঞ্চে হাজির হন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ সময় শ্লোগানে শ্লোগানে মুখর হয় পুরো এলাকা। জনগণকে হাত নেড়ে শুভেচ্ছা জানান ডা. শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, দেশে আর ফ্যাসিবাদকে দেখতে চাই না। যারা জনতার এই মনের ভাষা বুঝতে পারছে না, জনগণ ১২ ফেব্রুয়ারি তাদের এ ভাষা বুঝিয়ে দেবেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’ মানে আজাদি ‘না’ মানে গোলামি। ফ্যাসিবাদের শেকড় উৎপাটন করতে হলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে।
এ সময় জামায়াত আমির বলেন, চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। জামায়াত চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দেবে না।
নারীদের উপেক্ষা করে দেশ গড়া সম্ভব নয় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়ন অগ্রগতিতে জামায়াত নারীদের সম্পৃক্ত করবে। জামায়াত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তুলবে। ঘরে-বাইরে নারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। কর্মজীবী নারীদের জন্য ইভনিং বাস সার্ভিস চালু করা হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি অভিযোগ করেন, কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে বাঁকা পথে পা বাড়ানোর চেষ্টা করছে। হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ভোট ইঞ্জিনিয়ারিং করতে এলে আগুন জ্বলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


