কোহলির আউট ঘিরে বিতর্ক; রিপ্লে দেখেও ভুল সিদ্ধান্ত?

কোহলির আউট ঘিরে বিতর্ক

স্পোর্টস ডেস্ক : দিল্লি টেস্টে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির আউট ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ম্যাচের প্রথম ইনিংসে ৪৪ রানের মাথায় ম্যাথু কুনেম্যানের বলটি কোহলির পায়ে লাগে। ফিল্ড আম্পায়ার আঙুল তুললে সাথে সাথে রিভিউ নেন কোহলি। টিভি রিপ্লে দেখেও স্পষ্ট হয়নি তিনি আউট ছিলেন কি না! তাই ফিল্ড আম্পায়ার আউট দেওয়ায় সেই সিদ্ধান্তই কার্যকর থাকে। এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ কোহলি!

কুনেম্যানের বল যখন কোহলির প্যাডে লাগে সেই সময় তাঁর ব্যাটও একই জায়গায় ছিল। ফলে ব্যাট না প্যাড কোথায় বল আগে লেগেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। আম্পায়ার যদি মনে করতেন যে ব্যাটে আগে লেগেছে, তাহলে আউট হতেন না কোহলি। কিন্তু ফিল্ড আম্পায়ার নীতিন মেনন মনে করেছেন, কোহলির ব্যাটের আগে প্যাডে বল লেগেছে। তাই আউট দিয়েছেন তিনি। তৃতীয় আম্পায়ার নিশ্চিত না হতে পারায় তিনি ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই কার্যকর রেখেছেন।

আম্পায়ার আউট দেওয়ার সঙ্গে সঙ্গে রিভিউ নিয়েছিলেন কোহলি। অপর প্রান্তে থাকা শ্রীকর ভরতকে ব্যাটও দেখান তিনি। কোহলির মনে হয়েছিল, বল আগে ব্যাটে লেগেছে। তাই আউট হওয়ার পর তিনি মাঠেই ক্ষোভ প্রকাশ করেন। প্যাভিলিয়নে ফেরার পরও রাগ কমেনি তার। কোচ রাহুল দ্রাবিড়ের পেছনে দাঁড়িয়ে বারবার আউটের রিভিউ দেখছিলেন। তার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল, আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। কারণ আউট হওয়ার আগ পর্যন্ত তিনি দারুণ ব্যাট করছিলেন।

ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে তরুণীর গুরুতর অভিযোগ