ইনানী সৈকতে গোসল করতে নেমে সিলেটি দম্পতি নিখোঁজ

Inani beach

জুমবাংলা ডেস্ক : কক্সবাজার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ইনানী কিংফিশ হোটেলের পেছনের বিচে এই ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের নাম ফয়ছল আহমেদ। তিনি সিলেটের বাসিন্দা।

Inani beach

বিচ কর্মীদের ইনচার্জ বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইনানী কিংফিশ হোটেলের পেছনের বিচে স্বামী-স্ত্রী গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে স্ত্রী উঠলেও স্বামী নিখোঁজ হন। স্ত্রী বিষয়টি আমাদের জানালে আমরা উদ্ধার কার্যক্রমে নামি। কিন্তু এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

কামরুল নামে এক বাদাম বিক্রিতা বলেন, স্বামী-স্ত্রী দুইজন গোসল করতে নামেন। ১০মিনিট পর স্ত্রী কান্নাকাটি করলে এগিয়ে আসলে তিনি বলেন, তার স্বামী পানিতে তলিয়ে গেছে। আমরা নিজেরা অনেক খুঁজাখুজি করলেও তার কোনো সন্ধান পাইনি।