জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। কক্সবাজারের ৪টি আসনে আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ।
শেষ হয় বিকেল ৪টায়। এরপর নির্ধারিত বিরতি শেষে শুরু হয় গণনা। রাতে ভোট গণনা শেষে কক্সবাজারের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বিজয়ীদের নাম ঘোষণা করেন।
বিজয়ী প্রার্থীরা হলেন- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু ঈদগাঁও) আসন থেকে বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) থেকে বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।