জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ইসরাত জাহান কাকনকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এলে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। ইসরাত জাহান ওই কলেজের ছাত্রলীগ কমিটির সদস্য।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘মহসিন কলেজের ইসরাত জাহান কাকন নামে এক ছাত্রীকে আটক করা হয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ওই ছাত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।