দাদাগিরির শেষ শ্যুটে তুমুল ড্যান্স দিলেন সৌরভ ও ডোনা

সৌরভ-ডোনা

বিনোদন ডেস্ক : ‘দাদাগিরি’র চূড়ান্ত পর্বেও বড় চমক। ডোনার সঙ্গে এই প্রথম প্রকাশ্যে নাচবেন সৌরভ গঙ্গোপাধ্যায়! থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। আর কী? েশেষ তুরুপের তাসটাও খেলে ফেললেন পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়।

সৌরভ-ডোনা

গুঞ্জন ছড়িয়েছিল, ‘দাদাগিরি’র ফিনালেতে নাকি অজয় দেবগণ এবং কাজল আসবেন। সময় এবং শ্যুটের তারিখ না মেলায় অনুষ্ঠানে সামান্য বদল আনেন তার স্রষ্টা। তাতেই বাজিমাত! আনন্দবাজার অনলাইনকে পরিচালক জানিয়েছেন, এই প্রথম প্রকাশ্য মঞ্চে একসঙ্গে পারফর্ম করতে চলেছেন সৌরভ-ডোনা গঙ্গোপাধ্যায়! না, ওড়িশি নাচে দাদা ছন্দ মেলাবেন না।

ডোনাকে নিয়ে তিনি দুলবেন বলিউডি কায়দায়, ‘আঁখো মে তেরি আজব সি আজব সি অদায়েঁ হ্যায়’-এর সঙ্গে। এর আগে একাধিক বার সৌরভ জানিয়েছেন, তিনি শাহরুখ খানের অনুরাগী। তাই সুযোগ মিলতেই কিং খান অভিনীত ‘ওম শান্তি ওম’ ছবির গান বাছা হয়েছিল ‘দাদা’র জন্য।

দেখতে দেখতে ‘দাদাগিরি’র ৯ নম্বর সিজনও শেষ। শুক্রবার চূড়ান্ত পর্বের শ্যুট হল বিশ্ব বাংলায়। মনখারাপ দর্শকদের। বিষণ্ণ দাদাও। তার ফাঁকেই সেটের ছবি ভাগ করে নিয়েছেন বাংলার ‘মহারাজ’। সাদা শার্টের উপরে কালো ভেস্ট, ব্লেজার। সঙ্গে মানানসই কালো ট্রাউজার্স।

‘দাদা’ বরাবরের মতোই ঝকঝকে। শুভঙ্করের কথায়, ‘‘বাংলার প্রায় সমস্ত তারকা গায়কই গাইবেন অনুষ্ঠানে। প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই হবে। কোন জেলা শেষ হাসি হাসবে? সেটা তোলা থাক শো সম্প্রচারের দিনের জন্য।’’

ঝমকালো আয়োজনে বেবি ডল খ্যাত গায়িকার বিয়ে

শুধু সৌরভ-ডোনাই নন। অনুষ্ঠানে থাকছেন আর এক জনও। স্বয়ং টলিউডের ‘ইন্ডাস্ট্রি’, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রতিযোগীদের খেলতে সাহায্য করবেন সৌরভ-ঘরনি এবং ‘বুম্বাদা’।

আগামী সিজন কবে? নতুন সিজনের মূল ভাবনাই বা কী? পরিচালকের দাবি, এত দিন টানা শ্যুটের পরে সবাই ক্লান্ত। আপাতত কয়েক দিন বিশ্রাম। ফের নতুন শো নিয়ে আলোচনা, ভাবনা তার পর।