জুমবাংলা ডেস্ক : সিলেট নগরীর মিরাবাজার এলাকার বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় আরও একজন জন মারা গেছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।
নিহত নজরুল ইসলাম মুহিন নগরীর মুজিবুর রহমানের ছেলে। তিনি বিরতি সিএনজি ফিলিং স্টেশনের শিফট ম্যানেজার ছিলেন।
এর আগে গত রোববার রাতে ও সোমবার সকালে মারা যান সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তারেক আহমদ (৩২) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের অর্জুন দাসের ছেলে বাদল দাস (৪১)। এছাড়া ১১ সেপ্টেম্বর রাতে বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা, ফিলিং স্টেশনের ব্যবস্থাপক রুমেল সিদ্দিক ও ১২ সেপ্টেম্বর টুকেরবাজার এলাকার ইমন আহমদ মারা যান।
গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বিরতি সিএনজি ফিলিং স্টেশনের কম্প্রেসার কক্ষের একটি বাল্ব বিস্ফোরণে দগ্ধ হন ৯ জন। তাদের মধ্যে ৫ জনের শরীর ৩০-৪০ ভাগ পুড়ে যায়। দগ্ধদের প্রথমে ওসমানী হাসপাতালে এবং পরদিন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন শাহপরান এলাকার বাসিন্দা ও পাম্প কর্মচারী মিনহাজ আহমদ, তাহিরপুরের শ্রীপুরের রিপন মিয়া, একই গ্রামের লুৎফুর রহমান, সিলেট সদরের টুকেরবাজারের এলাকার রুমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।