স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শুভমান গিল। সর্বোচ্চ ৮৯০ রান করে হয়েছেন টুর্নামেন্ট সেরা।
ইংল্যান্ডের দ্য ওভালে চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত।
শুক্রবার টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনের খেলা চলাকালীন সময়ে এক তরুণী ভারতীয় তারকা ওপেনার শুভমান গিলকে সরসরি বিয়ের প্রস্তাব দেন।
ওই তরুণী খেলা দেখার সময় সঙ্গে করে নিয়ে আসা একটি প্ল্যাকার্ড উঁচু করে ধরেন। সেখানে লেখা আছে ‘মেরি মি শুভমান’- যার অর্থ শুভমান আমাকে বিয়ে করবে। সেই ছবিটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অবশ্য এই তরণীর আগেই শুভমান গিলের প্রেমে পড়েন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার ও বলিউড সুপারস্টার সাইফ আলী খানের মেয়ে সারা আলি খান।
ভারতীয় সংবাদ মাধ্যমে শুভমানের সঙ্গে শচীন টেন্ডুকার ও সাইফ আলী খানের কন্যার ছবি পাশাপাশি বসিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ভারতীয় মিডিয়ার দাবি সারা টেন্ডুলকার অথবা সারা আলী খানের কন্যাকে বিয়ে করতে পারেন শুভমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।