Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ডিস্কো ড্যান্সার থেকে যেভাবে ফাটাকেস্ট
বিনোদন

ডিস্কো ড্যান্সার থেকে যেভাবে ফাটাকেস্ট

Shamim RezaJune 25, 20233 Mins Read
Advertisement

বিনোদন ডেস্ক : তার মা-বাবার দেওয়া নাম গৌরাঙ্গ চক্রবর্তী। ভারতীয় চলচ্চিত্রে ১৯৭৬ সালে তার অভিষেক হয় মিঠুন চক্রবর্তী হিসাবে। মৃনাল সেন পরিচালিত ওই প্রথম সিনেমা ‘মৃগয়া’ দিয়েই বাজিমাত করেন তিনি। সেরা অভিনেতা হিসাবে বগলদাবা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিষেকের পর থেকে অভিনয় করেছেন প্রায় ৪০০ সিনেমায়। ১৯৮২ সালে ‘ডিস্কো ড্যান্সার’ চলচ্চিত্রে অভিনয় করে নাচে তৈরি করেন নিজস্ব ঘরানা।

মিঠুন চক্রবর্তী

তার অভিনীত চলচ্চিত্রের ভিলেন প্রায় অসাড় হন তার সংলাপবাণে। ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’, ‘আমি সেই ফাটাকেস্ট’ সংলাপগুলো দিয়ে তিনি পরিণত হন মহিরুহে। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশালের ঝালকাঠিতে। ১৯৫০ সালে কলকাতায় জন্ম নেওয়া সেই ‘ফাটাকেস্ট’র কাল জন্মদিন।

মিঠুন চক্রবর্তী একাধারে চলচ্চিত্র অভিনেতা, গায়ক, প্রযোজক, লেখক, সমাজসেবক, উদ্যোক্তা, টেলিভিশন উপস্থাপক এবং সাবেক সংসদ সদস্য। এ পর্যন্ত কাজের স্বীকৃতি হিসাবে অর্জন করেছেন দুটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলা, হিন্দি, ওড়িয়া, মারাঠি, ভোজপুরি, তামিল, তেলেগু, কান্নাড়া ও পাঞ্জাবিসহ বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৮৯ সালে প্রধান অভিনেতা হিসাবে তার ১৯টি সিনেমা মুক্তি পাওয়ায় তিনি হন লিমকা বুক অব রেকর্ডসের অধিকারী।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- দো আনজানে, আখেরি ইনসাফ, খোয়াব, কস্তুরি, ট্যাক্সি চোর, ত্রয়ী, ওয়ান্টেড, বক্সার, ঘর এক মন্দির, বাজি, কসম পয়দা কারনে ওয়ালো কি, ড্যান্স ড্যান্স, গুরু, প্রেমপ্রতিজ্ঞা, অগ্নিপথ, পাপ কি কামাই, রোটি কি কিমত, তাহাদের কথা, দিল আশনা হ্যায়, পরদেশি, জল্লাদ, স্বামী বিবেকানন্দ, তিতলী, বাঙালি বাবু, গুরু, সন্ত্রাস, এমএলএ ফাটাকেস্ট, মিনিস্টার ফাটাকেস্ট, কালপুরুষ, রহমত আলী প্রভৃতি।

বাংলাদেশের কয়েকটি সিনেমায়ও অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। ১৯৮৫ সালে দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘অন্যায় অবিচার’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। শক্তি সামন্ত পরিচালিত ওই সিনেমায় অভিনয় করেছিলেন আরেক কিংবদন্তি অভিনেতা উৎপল দত্ত। দারুণ ব্যবসা করেছিল সেটি। এরপর ২০১০ সালে অভিনয় করেছিলেন আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপি এখন বিলাতে’ সিনেমায়।

এখনো অভিনয়ে সম্পৃক্ত রয়েছেন কলকাতার এ জীবন্ত কিংবদন্তি। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘বাপ’ নামের একটি হিন্দি চলচ্চিত্রে। বিবেক চৌহান পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, সানি দেওল, জ্যাকি শ্রফ, জনি লিভার প্রমুখ।

এ পর্যন্ত মিঠুন চক্রবর্তীকে নিয়ে লেখা ৭টি বই বেরিয়েছে বাজারে। এগুলো হচ্ছে-আমার নায়িকারা, অনন্য মিঠুন, মিঠুনের কথা, সিনেমায় নামতে হলে, মারব এখানে লাশ পড়বে শ্মশানে, অরুণ কুমার রাভ, লিভ ডিস্কো ড্যান্সার অ্যালোন। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে স্নাতক পাশ করা মিঠুন চক্রবর্তী ২০১৪ সালে তৃণমূল সাংসদ হয়ে রাজ্যসভায় বসেছিলেন।

মধুবালার প্রেমে পাগল ছিলেন যত খ্যাতিমান পুরুষ

পরে সারদা কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে পড়ায় ২০১৬ সালে রাজ্যসভা থেকে পদত্যাগ করেন। যদিও ওই মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হন। ২০২১ সালে মিঠুন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এক মেগা সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তে যোগ দেন। অভিনেত্রী যোগীতা বালীকে বিয়ে করেন মিঠুন চক্রবর্তী। তিন পুত্র এবং এক কন্যা রয়েছে এই দম্পতির। বর্তমানে তাদের মোট সম্পত্তির মূল্য ২ হাজার ৬১৬ কোটি রুপি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ডিস্কো ড্যান্সার থেকে ফাটাকেস্ট বিনোদন মিঠুন চক্রবর্তী যেভাবে
Related Posts
hollywood

২০২৫ সালে দাপট দেখানো শীর্ষ ৫ হলিউড সিনেমা

December 26, 2025
Priyanka

প্রিয়াংকার সঙ্গে রসায়ন, যা বললেন কৌশিক

December 26, 2025
Girls

নতুন করে কার প্রেমে মজেছেন বিলগেটস কন্যা

December 26, 2025
Latest News
hollywood

২০২৫ সালে দাপট দেখানো শীর্ষ ৫ হলিউড সিনেমা

Priyanka

প্রিয়াংকার সঙ্গে রসায়ন, যা বললেন কৌশিক

Girls

নতুন করে কার প্রেমে মজেছেন বিলগেটস কন্যা

নিষিদ্ধ সিনেমা

বিশ্বের সেরা ৯ নিষিদ্ধ সিনেমা

shubhashree

আমি এতটাই বিস্মিত যে, কী বলব বুঝে উঠতে পারছি না : শুভশ্রী

অভিনেত্রীর মরদেহ

অভিনেত্রীর মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেফতার

অভিনেত্রী

৭ বছরের ছোট ছেলে দ্বারা অন্তঃসত্ত্বা হয়েছিলেন অভিনেত্রী

Madhuri

মাধুরীকেও চেহারার গড়ন নিয়ে কটু মন্তব্য শুনতে হয়েছিল!

অভিনেত্রীর মরদেহ

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

ফেসবুকে নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ

নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ ফেসবুকে, যা জানাল পরিবার

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.