সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার সদর উপজেলার বাড়াইভিকড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম হায়াত আলী (৪৩)। তিনি বাড়াইভিকড়া গ্রামের মৃত আকালীর ছেলে।
স্থানীয়রা জানান, হায়াত আলী দীর্ঘ দিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করতো। সোমবার বিকেলে অপরিচিত এক ব্যক্তি মোটরসাকেল যোগে এসে হায়াত আলীর কাছে নিষিদ্ধ মাদক গাঁজার একটি চালান দেয়ার সময় কয়েকজন দেখে ফেলে। বিষয়টি বুঝতে পেরে ওই মোটরসাইকেল আরোহী দ্রুত ঘটনাস্থাল ত্যাগ করে। হায়াত আলীও নৌকাযোগে নদী পার হয়ে পালানোর চেষ্টা করে। সেসময় কয়েকজন মিলে ধাওয়া দিয়ে তাকে গাঁজাসহ আটক করে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, স্থানীয়রা এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করে আমাদের জানানোর পর ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলার প্রস্ততি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।