বিদেশ ভ্রমণে গিয়ে দামি জিনিস হারালে সাধারণত আর ফেরত পাওয়া যায় না—এমনটাই মনে করেন অনেকেই। কিন্তু সম্প্রতি এক ভারতীয় ইউটিউবারের ক্ষেত্রে ঘটেছে একেবারে উল্টো ঘটনা। দুবাই ভ্রমণের সময় নিজের আইফোন হারানোর পর সেটি বাড়ির ঠিকানায় বিনামূল্যে পাঠিয়ে দিয়েছে দুবাই পুলিশ।
দুবাই ঘুরতে গিয়ে আইফোন হারিয়ে বিপাকে পড়েন ইউটিউবার মদন গওরি। মাথায় হাত পড়লেও তিনি দেরি না করে সরাসরি পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। বিদেশের মাটিতে হারানো জিনিস ফেরত পাওয়া কঠিন—এমন ধারণা থেকে তিনি প্রথমে আশাহত হলেও পুলিশের খাতায় ফোনের মডেল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করেন।
কিন্তু দুবাই থেকে চেন্নাই ফেরার সময়ও আইফোনটি হাতে পাননি মদন। তবে সপ্তাহখানেক পর একদিন তাঁর বাড়ির ঠিকানায় পৌঁছে যায় একটি বাক্স। খুলে দেখেই তিনি অবাক—ভেতরে রয়েছে তাঁর হারানো আইফোন! আর সেটি পাঠিয়েছে দুবাই পুলিশ, তাও সম্পূর্ণ বিনামূল্যে।
ইউটিউবার জানান, দুবাই পুলিশের পক্ষ থেকে ইমেল করে তাঁকে জানানো হয়েছিল ফোনটি উদ্ধার করা গেছে। পরদিনই সেটি আকাশপথে পাঠিয়ে দেওয়া হয় তাঁর বাড়ির ঠিকানায়। কোনো ধরনের খরচও নেননি তারা।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে মদন গওরি পুরো ঘটনাটি শেয়ার করেন। ভিডিওতে তিনি দুবাই পুলিশের তৎপরতার প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।