নওগাঁর কমলাপুর গ্রামের কেশব কুমার (২৮) প্রায় ছয় বছর আগে বিয়ে করেন। তাঁদের সংসারে দুটি সন্তানও রয়েছে। তবে সম্প্রতি তিনি স্ত্রীর ছোট বোন কল্পনার (১৯) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি লুকিয়ে রেখে গত ২৩ আগস্ট কল্পনাকে নিয়ে পালিয়ে যান তিনি।
এতেই শেষ নয়, ঘটনার পরদিনই কেশবের ছোট বোনকে নিয়ে পালিয়ে যান তাঁরই শ্যালক রবীন্দ্র। টানা দু’দিনে এমন দুই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ নিয়ে উভয় পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় অভিযোগ করা হয়। পুলিশ তদন্তে নামে এবং গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুই যুগলকেই উদ্ধার করতে সক্ষম হয়। পরে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিষয়টির মীমাংসা করা হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অরুণ কুমার শ্রীবাস্তব জানান, “আমরা দুই যুগলকেই খুঁজে পেয়েছি। এরপর দুই পরিবারের সদস্যদের ডেকে সমঝোতার ভিত্তিতে সমস্যার সমাধান করা হয়েছে। এতে কোনো ঝগড়া বা বিশৃঙ্খলা হয়নি।”
দুই দফায় মাথায় তুলে আছাড় মেরে শিশুকে হত্যা, ঘাতকের বাড়িতে আগুন
পুলিশ সূত্রে জানা যায়, দুই পরিবারই শেষ পর্যন্ত যুগলদের সম্পর্ক মেনে নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।