আন্তর্জাতিক ডেস্ক : দুর্গাপুজোর আনন্দ দ্বিগুণ সোনাগাছিতে। সেখানে চলতি বছর রেকর্ড ক.ন.ডম বিক্রি হয়েছে। জানা যাচ্ছে, মহালয়া থেকে থেকে দ্বাদশী পর্যন্ত সেখানে উষা কো অপারেটিভের তরফে বিক্রি ক.ন.ডমের পরিমাণ এক লাখেরও বেশি।
গত দু’বছর রীতিমতো চোখ রাঙিয়েছিল করোনা। সেই সময় ভাইরাসের ভয়ের হাত থেকে বাঁচতে ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভাঁড়ারে টান পড়েছিল একাধিক কর্মীর। ভরসা হয়ে দাঁড়িয়েছিল বিভিন্ন সহায়তাগুলিই। কিন্তু, দেশ তথা রাজ্যের কোভিড পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। এই বছর ধুমধাম করে পুজো হয়েছে সোনাগাছিতেও। তবে শুধু পুজোর আনন্দ নয়, সোনাগাছিতে ব্যবসাও হয়েছে গত বছরগুলির তুলনায় কয়েকগুণ বেশি। বিক্রি হয়েছে রেকর্ড ক.ন.ডমও।
কর্মীরা যাতে এইচআইভির মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে না পারেন সেই কারণে অর্ধেক দামে কন্ডোম বিক্রি করে উষা কো অপারেটিভ। রাজ্যের প্রায় ৩৭ হাজার কর্মী এই ব্যাঙ্কের সদস্য। উষা কো অপারেটিভ পরিচালনার দায়িত্বে রয়েছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি।
উষা কো অপারেটিভের তরফে রতন দলুই বলেন, “গত দুই বছরের তুলনায় এই বছর সোনাগাছিতে অনেক ভালো ব্যবসা হয়েছে। মহালয়ার দিন থেকে দ্বাদশী পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৩৫০ ক.ন.ডম বিক্রি হয়েছে। গত দুই বছর করোনার জন্য ব্যবসার বাজার রীতিমতো খারাপ ছিল। এই বছর সুদিনের মুখ দেখেছেন কর্মীরা।”
পাশাপাশি ক.ন.ডম বিক্রির পরিসংখ্যান সামনে রেখে তাঁর দাবি, কর্মীদের সচেতন করতে বছরভর প্রচার চালানো হয় দুর্বারের তরফে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এই পরিসংখ্যানে স্পষ্ট যে সোনাগাছির মা-বোনেরা সচেতন হচ্ছে।” দুর্বারের এক সদস্য বলেন, “কর্মীদের বছরভর আমরা সচেতন করি যাতে ক.ন.ডম ছাড়া কোনওভাবেই কারও সঙ্গে লিপ্ত তাঁরা না হন। এমনকী, কীভাবে ক.ন.ডম তাঁরা ব্যবহার করবেন সেই বিষয়েও আমরা প্রশিক্ষণ দিই।
ফলে পল্লিতে সচেতনতা আগের থেকে অনেক বেশি।” উল্লেখ্য, এই বছর দুর্গাপুজো অনুষ্ঠিত হয় সোনাগাছিতে। কোনও সেলেব নয়, এক প্রবীণ কর্মীর হাত ধরেই পুজোর উদ্বোধন হয়েছিল। যদিও উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মদন মিত্র সহ একাধিক হেভিওয়েট রাজনীতিবিদ এবং অভিনেতা অভিনেত্রীরা। দুর্বারের উদ্যোগে আয়োজিত এই পুজোয় অষ্ঠমীতে ভোগ রান্না করা হয়। নবমীতে কর্মী এবং তাঁদের পরিবারের সমস্ত সদস্যদের সেই ভোগ বিতরণ করা হয়। পাশাপাশি অন্যান্য যৌনপল্লিতেও পার্সেল করে পাঠানো হয় সেই প্রসাদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।