জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে ব্যক্তি উদ্যোগে প্রতিডজন ডিম ১৪০ টাকা করে বিক্রি করা হচ্ছে। নগরীর বহদ্দারহাট মোড়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৪টা থেকে ভ্যানে করে এ ডিম বিক্রি করা হচ্ছে। গরিব ও নিম্নবিত্তদের কথা চিন্তা করে এসব ডিম বিক্রি করছেন পাঁচ যুবক। বাজারের চেয়ে কম দামে ডিম পেয়ে খুশি ক্রেতারা। চট্টগ্রামে খুচরায় প্রতিডজন ডিম ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারের চেয়ে কম দামে ডিম বিক্রির উদ্যোক্তাদের একজন মো. আরিফ। তিনি বলেন, ‘ডিমের দাম বেশি হওয়ার কারণে অনেক গরিব-নিম্ন আয়ের মানুষ কিনতে হিমশিম খাচ্ছে। এ কারণে আমরা পাঁচ বন্ধু মিলে প্রতিডজন ডিম ১৪০ টাকায় বিক্রির উদ্যোগ নিয়েছি। আশা করছি, আমাদের দেখাদেখিতে অন্যরাও বাজারের চেয়ে কম দামে পণ্য বিক্রি করে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। এতে করে সিন্ডিকেট প্রথা ভেঙে সহনীয় দামে পণ্য বিক্রি করবেন দোকানিরা।’
তিনি আরও বলেন, ‘আমরা মোট তিন দিন তিনটি ভিন্ন স্পটে এই ডিম বিক্রি করবো। প্রথম দিন তিন হাজার ডিম সরাসরি খামার থেকে কিনে ক্রেতার কাছে বিক্রি করেছি। কাল আমরা চকবাজার এলাকায় আরও তিন হাজার ডিম বিক্রি করবো। প্রথম দিন আমরা অনেক বেশি সাড়া পেয়েছি।’
সরকারঘোষিত ডিমের দাম খুচরায় ১১ টাকা ৭৯ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১০ পয়সা এবং উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৮০ পয়সা করে বিক্রির কথা রয়েছে। তবে এ দামে ডিম চট্টগ্রামের কোথাও বিক্রি হচ্ছে না।
তবে নগরীর আতুরার ডিপো এলাকায় এখনও প্রতিডজন ডিম বিক্রি হচ্ছে ১৭০ টাকা করে। সে হিসেবে প্রতিপিস ডিম বিক্রি হচ্ছে ১৪ টাকার বেশি। অথচ খুচরায় সরকার বেঁধে দেওয়া দাম ১১ টাকা ৭৯ পয়সা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।