জুমবাংলা ডেস্ক : সাভার আশুলিয়ায় ঈদ উল ফিতর,র অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন বিউটি এক্সপার্ট জান্নাতুল ইসলাম সুমি। তিনি তার পিতার আদর্শকে বুকে লালন করে মিথ্যাকে পরাজিত করে সত্যের সততা নিয়ে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
দেশের চলমান অবস্থা ও ঈদের শুভেচ্ছা বার্তায় জান্নাতুল ইসলাম সুমি বলেন, মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ, সেটা অতিসন্নকটে, তাই বলবো ঈদ আপনার জীবনে বয়ে আনুক আনন্দ উর্চ্ছাস উদ্দীপনা, দূর হয়ে যাক ধনী গরীবের বৈষম্য,এক কাতারে সামীল হোক রাজা বাদশা ফকির।
কোলাকুলিতে আলিঙ্গন করুক একে অপরকে।দেশের সকল বিত্তবানদের প্রতি অঅনুরোধ করবো, আপনি আপনার স্বজন প্রতিবেশীদের প্রতি সজাগ দৃষ্টিরেখে আপনার সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিন।
মনে রাখবেন ঈদের আনন্দ একার নয়, সকলকে নিয়েই ঈদের আনন্দ। আসুন দেশের কল্যানে সকল ভেদাভেদ ভুলে দেশ জাতি ও মানুষের কল্যানে কাজ করি।
ঈদে রান্নার জনপ্রিয় রেসিপি – সহজে তৈরি করা যায় এমন ৫টি খাবার
দেশের আইনশৃঙ্খলার উন্নতি কামনা করি। দেশের সংক্টাপন্ন পরিস্থিতিতে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখতে পারি। মনে রাখবেন আপনি আমি সবাই মানুষ,তাই মানুষ সেবার বিকল্প কোনো কিছু নাই। দেশের সকল শ্রেনী পেশার মানুষকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।