জুমবাংলা ডেস্ক : শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ফরিদপুর-৩ আসনে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ কার্যক্রম। আসনটির সাজেদা কবিরউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম শুরু আগে থেকে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। এতে মহিলা ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতন।
রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হবার পর থেকে ফরিদপুর-৩ আসনের বিভিন্ন কেন্দ্রে বাড়তে থাকে ভোটারদের সংখ্যা।
শেখ সালাম নামের একজন ভোটার অভিযোগ করে বলেন, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ৪০ মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি। তবে ভোটগ্রহণ সুষ্ঠু হচ্ছে। ভোটার উপস্থিতি ভালো।
নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ভোটার উপস্থিতি ভালো, সেইজন্যই ভোটারদের একটু লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ৩৬৯৪ জন ভোটার এই কেন্দ্রে। সকাল ১০টার পর জানাতে পারবো কতজন ভোট দিয়েছে এখন পর্যন্ত।
রুপালি বৈরাগী বলেন, এটাই আমার প্রথম ভোট, ভোট দিতে পেরে ভালো লাগছে। কোন সমস্যা হয়নি। সপরিবারে ভোট দিতে পেরে আনন্দিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।