জুমবাংলা ডেস্ক : নওগাঁয় গতানুগতিক আমের জাতগুলোর পাশাপাশি উন্নত নাবি (বিলম্ব) জাতের আম আবাদে ঝুঁকছেন চাষিরা। নাবি জাতের আম মৌসুমের শেষ দিকে বাজারে আসায় দাম বেশি পাওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। ফলে নাবি জাতের আমবাগানের করায় ঝুঁকছের চাষিরা।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নাবি জাতের আমের মধ্যে চলতি বছর জেলায় আশ্বিনা আমের আবাদ হয়েছে ১ হাজার ৯৪৩ হেক্টর জমিতে। বারি আম-৪ চাষ হয়েছে ১ হাজার ৪৪৮ হেক্টর জমিতে। গত বছরের চেয়ে ৫৯২ হেক্টর বেড়ে এবার জেলায় গৌড়মতি আমের চাষ হয়েছে ৯৪৮ হেক্টর জমিতে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারে নাবি জাতের বারি আম-৪ প্রতিমণ ৪ বিক্রি হচ্ছে সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। জেলার খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি বারি আম-৪ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়।
সাপাহার উপজেলার আম চাষি সাখাওয়াত হোসেন বলেন, ৯০ বিঘা জমির আম বাগানে উন্নত জাতের বারি আম-৪-এর ১ হাজার ৩০০টি ও ১ হাজার ৭০০টি গৌড়মতি জাতের আমের গাছ রয়েছে। এবারই প্রথম বারি আম-৪ ও গৌড়মতি আম ধরেছে তাঁর বাগানে। বর্তমানে প্রতি মণ বারি আম-৪ বিক্রি করছেন ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায়।
জেলার কৃষি অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মাওলা বলেন, বারি আম-৪ ও বারি আম-১২ (গৌড়মতি) উন্নত জাতের হাইব্রিড আম। এ দুটি জাতই নওগাঁয় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দিনদিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।