৯ জনের ফিফটি, ২৫০ বছরের ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম

৯ জনের ফিফটি

স্পোর্টস ডেস্ক : ভারতে চলমান রঞ্জি ট্রফিতে ঘটেছে বিরল এক ঘটনা। ক্রিকেটের ২৫০ বছরের ইতিহাসে এর আগে কখনো যা ঘটেনি। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিপক্ষে অন্তত ৫০ রানের ইনিংস খেলেছেন ব্যাট করতে নামা প্রথম নয় ব্যাটারই।
৯ জনের ফিফটি
এই ম্যাচে বাংলার হয়ে ৯ ক্রিকেটারের দুজন পেয়েছেন শতকের দেখা।

সুদীপ ঘরামি ১৮৬ এবং অনুষ্টুপ মজুমদার করেছেন ১১৭ রান। বাকি সাতজন করেছেন অর্ধশতক; অভিষেক রমন (৬১), অভিমন্যু ঈশ্বরণ (৬৫), মনোজ তিওয়ারি (৭৩), অভিষেক পোড়েল (৬৮), শাহবাজ আহমেদ (৭৮), সায়ন মণ্ডল (অপরাজিত ৫৩) এবং আকাশ দীপ (অপরাজিত ৫৩)।

এর আগে, ১৯৮৩ সালে অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার আটজন ব্যাটার সেঞ্চুরি করেছিলেন।

মহানবী (সা.)-কে অবমাননা ইস্যুতে কী মুখ খুলেছেন মঈন আলী?