সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে বোতলজাত এলপিজি গ্যাসের মূল্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (০১ জুলাই) জেলার সদর উপজেলার বাসস্ট্যান্ড কাঁচাবাজার ও জয়রা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক ফারহানা ইসলাম অজন্তা।
অভিযানে বাসস্ট্যান্ড কাঁচাবাজারের বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং জয়রা রোডের মেসার্স খোরশেদ এন্ড সন্সকে (বসুন্ধরা কোম্পানির ডিলার) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ফারহানা ইসলাম অজন্তা জানান, বোতলজাত এলপিজি গ্যাসের মূল্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখায় বেশি রাখায় দুইটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।