গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

জুমবাংলা ডেস্ক : গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে ওই আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানায়, রাত ৭টার দিকে করিম স্পিনিং মিলের পাশে অবস্থিত বাদল, ইসরাফিল, তাইজুল মুন্সি, আনোয়ার, সাইফুল, মিলনসহ আরও বেশ কয়েকজনের ঝুট গোডাউনে আগুন লেগেছে। আগুন আরও বাড়ছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের লোকজন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, রাত ৭টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি, কাশিমপুর ফায়ার সার্ভিসের একটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ মোট ৪টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এখনও হতাহতের কোনও খবরও পাওয়া যায়নি।

প্যারাবন এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ১১৯ ক্যান মদ জব্দ